তৃতীয়বার নির্বাচন করলে মিশেল তালাক দেবে

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, যদি তৃতীয়বার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে তার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকতো, আর যদি তাতে তিনি অংশ নিতেন তাহলে তার স্ত্রী মিশেল তাকে তালাক দিতো।

সোমবার রাতে এবিসি টেলিভিশনে প্রচারিত ‘জিমি কিমেল’স লাইভ’ শোতে এ কথা বলেছেন তিনি।

মিশেল রাজনীতি পছন্দ করে না উল্লেখ করে ওবামা বলেন, ‘আমার জীবনের সব নারী আরো স্বাভাবিক জীবনযাপনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।’

অনুষ্ঠানের একটি বিশাল অংশজুড়ে প্রেসিডেন্ট পদে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে রসিকতা করেন ওবামা। এসময় ওবামা ট্রাম্পের করা কয়েকটি টুইট পড়ে শোনান। ট্রাম্প ওবামার প্রতি সর্বশেষ টুইটার বার্তায় বলেছিলেন, ‘ প্রেসিডেন্ট ওবামা সম্ভবত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বাজে প্রেসিডেন্ট হিসেবে বিদায় নেবেন।’ এর জবাবে ওবামা টুইট করেছিলেন, ‘ ট্রাম্পের প্রতি, অন্তত প্রেসিডেন্ট হিসেবে বিদায়তো নিচ্ছি।’

অনুষ্ঠানের উপস্থাপক এক পর্যায়ে ওবামাকে জিজ্ঞেস করেছিলেন, ট্রাম্পকে টেলিভিশনের দেখে তিনি কখনো হাসেন কি না। জবাবে ওবামা বলেন, ‘প্রায় সবসময়ই।’