ক্রীড়া ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৭ রানে জয়ের পর দ্বিতীয়টিতে ব্যাটিং ব্যর্থতায় হেরেছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজ ১-১ ব্যবধানে সমতায় থাকায় এখন টাইগার সমর্থকদের নজর সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডের দিকে। শনিবার সিরিজ জয়ের লক্ষ্যে ওই ম্যাচে আফগানদের মুখোমুখি হবে মাশরাফি-তামিম-সাকিবরা।
তৃতীয় ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আফগানদের বিপক্ষে তৃতীয় ম্যাচে দলে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। পেসার রুবেল হোসেনের পরিবর্তে দলে ডাকা হয়েছে মোশাররফ হোসেন রুবেলকে। মিরপুরের স্পিন বান্ধব পিচ থেকে সেরাটা পেতেই এ পরিবর্তন এনেছে নির্বাচকরা।
ইনজুরি কাটিয়ে এসে সম্প্রতি ভালো করতে পারছেন না টাইগার পেসার রুবেল হোসেন। তাছাড়া নিষেধাজ্ঞা কাটিয়ে তাসকিন ফেরায় পেস আক্রমনে কিছুটা স্বস্তি ফিরেছে। তাই এবার স্পিনে জোর দিতে দীর্ঘ ৮ বছর মোশারফ হোসেন রুবেল দলে ডাকা হয়েছে।
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ স্কোয়াড: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), সাব্বির রহমান রুম্মন, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসির হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম, তাসকিন আহমেদ ও মোশাররফ হোসেন রুবেল।