তৃতীয় দিনটাই পার্থক্য গড়ে দিয়েছিল : কুক

ক্রীড়া প্রতিবেদক : হাডাহাড্ডি লড়াইয়ে চট্টগ্রাম টেস্টে শেষ হাসি হেসেছে ইংল্যান্ড। জয়ের মঞ্চ তৈরি করেও তীরে এসে তরি ডুবিয়েছে স্বাগতিক বাংলাদেশ।

চট্টগ্রামে ২২ রানে জয়ের পর ম্যাচের বিভিন্ন দিক নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন কুক। সোমবার শেষ দিনে জয়ের জন্য বাংলাদেশের মাত্র ৩৩ রান দরকার হলেও কাঙ্খিত দুই উইকেটের জন্য আত্মবিশ্বাসী ছিলেন কুক-স্টোকসরা।

এ প্রসঙ্গে ইংল্যান্ড অধিনায়ক কুকের বক্তব্য, ‘যদি আমি সততার সঙ্গে বলতে চাই তাহলে বলব পরিষ্কারভাবে এই সকালটির ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলাম। ওদের ৩০ রান আর আমাদের দুটি উইকেট। আমি ভেবেছিলাম সেই সুযোগটি আমরা তৈরি করতে পারব। আমাদের কিছুটা সন্দেহ ছিল যে তারাও কিছুটা সুযোগ কাজে লাগাতে পারে। আমি ভেবেছিলাম আমরা সুযোগ তৈরি করতে পারব, আর এজন্যই আমি কিছুটা রিলাক্স ছিলাম।’

প্রথম ম্যাচের উত্তাপ নিয়ে কুকের বক্তব্য, ‘এটা অসাধারণ একটি টেস্ট ম্যাচ ছিল। প্রথম সেশনের পর আমি ভাবতে পারিনি এটা পঞ্চম দিন পর্যন্ত গড়াবে। কিন্তু এটা শেষ পর্যন্ত চলে আসছিল। তবে মনে হয় তৃতীয় দিনটাই বেশ গুরুত্বপূর্ণ ছিল। তারা ৫ উইকেট হাতে নিয়ে ৭০ অথবা ৮০ রানে পিছিয়ে ছিল এবং আমরা লিড নিতে সক্ষম হয়েছিলাম। এটাই পার্থক্য গড়ে দিয়েছিল।’

এই ম্যাচ থেকে কিছু শিখার আছে কি না, জানতে চাইলে কুক বলেন, ‘প্রথম বল থেকেই এই ম্যাচটি কিছুটা বিস্ময়ের ছিল। এখানে আমাদের দলটি বেশ সুষম ছিল। বল টার্ন নিলে আমরা কতটা ভালো করতে পারি সেটাও দেখিয়েছি। আমি মনে করি স্পিনাররা দারুণ বল করেছেন। বল যখন স্পিন করে তখন স্পিনারদের ওপর আপনার আলাদা নির্ভরতা তৈরি হবে। তবে আমি মনে করি আমরা কিছুটা লেংথ হারিয়েছি। তবে আমি বিশ্বাস করি ওরা আরো ভালো করতে পারবে।’

ঢাকা টেস্টে দলের পরিবর্তন নিয়ে কুক জানান, ‘আমি মনে করি পরের টেস্টে কিছুটা পরিবর্তন আসতে পারি। এই সফরে যদি আমরা একই দল নিয়ে বেশি খেলি তবে তরুণ অনেকেই সুযোগ হারাতে পারে। আমার মনে হয় দলে দুটি পরিবর্তন আসতে পারে।’

সকালের রিভিউ নিয়ে কুক জানান, ‘আমরা আউট নিয়ে বেশ আত্মবিশ্বাসী ছিলাম। একই সঙ্গে স্টোকস জানিয়েছিল এটা ইনসুইঙ্গার ছিল না। তার আবেদনের আত্মবিশাস দেখেই আমি রিভিউতে গিয়েছিলাম।’