ক্রীড়া ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে জমজমাট লড়াই শুরুর আগেই অন্য টুর্নামেন্টগুলোতেও নিজেদের অবস্থান জানান দিচ্ছে লিভারপুল। মঙ্গলবার লিগ কাপের লড়াইয়ে বড় ব্যবধানে জয় পেয়েছে দলটি। নিজেদের একচেটিয়া লড়াইয়ে বার্টন এলবিয়নকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে আনফিল্ডের ক্লাবটি। আর এ জয়ের মধ্য দিয়ে লিগ কাপের তৃতীয় রাউন্ডে উঠে এসেছে ইয়ুর্গেন ক্লুপের শিষ্যরা।
এলবিয়নের মাঠ পিরেল্লি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমনাত্মক খেলেছে লিভারপুল। বল মাঠে গড়ানোর ১৫ মিনিটের মধ্যের প্রথম গোল পায় দলটি। লিভারপুলের হয়ে এ সময় গোল করে দলকে এগিয়ে নেন ডিভক ওরিগি। সাদিও মানেসের পাস থেকে এলবিয়নের জাল কাঁপান তিনি।
এর সাত মিনিট পর নাথানিয়েল ক্রাইনেসের ক্রস থেকে লিভারপুলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন রবার্তো ফিরমিনহো। দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন লিভারপুল মিডফিল্ডার এমরে কান। এরপরও থেমে থাকেনি লিভারপুলের গোল উৎসব। ম্যাচের ৬১ মিনিটে টিম নায়লরের আত্মঘাতি গোলে ৩-০ ব্যবধানে আরও পিছিয়ে পড়ে এলবিয়ন। এরপর পাঁচ মিনিটের ব্যবধানে ড্যানিয়েল স্টুরিজের দুই গোলে আরও উচ্চতায় পৌঁছে যায় অলরেডসরা।
ম্যাচের ৭৮ মিনিটে স্টুরিজের প্রথম গোলে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় লিভারপুল। এরপর ৮৩ মিনিটে স্বাগতিক এলবিয়নের জালে শেষ পেরেকটিও ঠুঁকে দেন স্টুরিজ। বাকি সময় আর গোল না হলে ৫-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে লিভারপুল।