তৃতীয় লিঙ্গের শামীম হাসান!

হালের আলোচিত অভিনেতা শামীম হাসান সরকার। নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে সরব থাকেন এ অভিনেতা। মঙ্গলবার (২৯ জুন) নিজের ভেরিফায়েড আইডিতে একটি ছবি শেয়ার দিয়েছেন শামীম। ছবিতে তৃতীয় লিঙ্গের মানুষের রূপে দেখা যাচ্ছে তাকে। পরনে শাড়ি, ব্লাউজ। মুখে ভারি মেকআপ, সঙ্গে লম্বা চুল। চোখে কাজল, কপালে টিপ ঠোঁটে লিপস্টিপক।

সবমিলিয়ে চরিত্রের সঙ্গে দারুণ মানিয়ে গেছে এ অভিনেতা। ছবির ক্যাপশন থেকে জানা গেছে, চরিত্রের প্রয়োজনে এ রূপ নিয়েছেন শামীম হাসান সরকার। মিফতা আনানের পরিচালনায় বিশেষ একটি নাটকে অভিনয় করেছেন তিনি। তার চরিত্রের নাম ‘নয়না’।

নাটকটি প্রসঙ্গে এ অভিনেতা বলেন, ‘গল্পে আমি ছেলে হয়ে জন্ম নেই। আমার নাম থাকে নয়ন। পরে জানা যায় আমি ছেলে না, তৃতীয় লিঙ্গের মানুষ। তখনই নামটি বদলে হয়ে যায় নয়না। নাটকটির মাধ্যমে বিনোদনের পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়া হয়েছে। নিজের জায়গা থেকে আমি কাজটি খুব উপভোগ করেছি। জীবনে কখনো এই চরিত্র করিনি। শাড়ী, চুড়ি, ব্লাউজ সব ঠিক রেখে অভিনয় করাটা এত সহজ ছিল না।’

ঢাকার বিভিন্ন লোকেশনে সম্পন্ন হয়েছে নাটকটির চিত্রায়ণ।