তেজকুনিপাড়ার টিনশেডের একটি দ্বিতল বাড়িতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে

নিজস্ব প্রতিবেদক : সোমবার বেলা সাড়ে ১১টার দিকে তেজকুনিপাড়ার ৯৩ নম্বর বাড়িতে আগুনের সূত্রপাত ঘটে। এরপর ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুপুর ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
রাজধানীর তেজগাঁওয়ের তেজকুনিপাড়ার টিনশেডের একটি দ্বিতল বাড়িতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. আতাউর রহমান নিয়ন্ত্রয়ণের বিষয়টি রাইজিংবিডিকে জানিয়েছেন।

তিনি জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।