
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর তেজগাঁও এলাকা থেকে দস্যুতার চেষ্টার সময় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন- মো. কালু, বিল্লাল হোসেন ও আল আমিন। শনিবার পুলিশ এ তথ্য জানায়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার মো. মাসুদুর রহমান বলেন, শুক্রবার রাতে তেজগাঁওয়ের কাঠপট্টি জালালাবাদ স’ মিলের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে দুটি চাকু উদ্ধার করা হয়।
এ ব্যাপারে তেজগাঁও থানায় মামলা হয়েছে বলে জানান মাসুদুর রহমান।