নিজস্ব প্রতিবেদক : রাজধানীর তেজগাঁওয়ের পূর্ব তেজতুরী বাজার এলাকা থেকে ৩৩ হাজার ৫২০ পিস ইয়াবাসহ এক নারীকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃত ওই নারীর নাম হাসিনা বেগম।
শুক্রবার র্যাব-২ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, বৃহস্পতিবার রাতে পূর্ব তেজতুরী বাজারের ইউনিভার্সাল পলিটেকনিক ইন্সিটিটিউট ভবনের সামনে থেকে হাসিনাকে গ্রেপ্তার করা হয়। পরে তার সঙ্গে থাকা একটি বাজারের ব্যাগ থেকে ৪৮টি ছোট-ছোট পলিব্যাগে থাকা ৩৩ হাজার ৫২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি জানান, গ্রেপ্তারকৃত নারীর বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে