তেরো বছর পর দেশের মাটিতে দাদা কায়কোবাদ, বিমান বন্দরে লাখো মানুষের ঢল

ওসমান গনি সরকার, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: ফ্যাসিবাদী সরকারের মিথ্যা ও ষড়যন্ত্র মূলক মামলার শিকার হয়ে দেশের বাইরে থাকা বিএনপির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা-৩ আসনের পাঁচবারের সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ মামলা থেকে বেকসুর খালাস পেয়ে দীর্ঘ তেরো বছর পর শনিবার দুপুর ১১টা ৩০মিনিটে দেশের মাটিতে অবতরন করেন। দল মত র্নিবিশেষে কায়কোবাদ দাদাকে স্বাগত জানাতে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা বিএনপি, বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র-জনতা, আলেম ওলামা, মাওলানা, শিক্ষক, পেশাজীবি, সচেতন নাগরিকসহ সকল ধর্ম শ্রেণীপেশার লক্ষাধিক মানুষ উপস্থিত হয়েছেন বিমানবন্দরে।
 শনিবার (২৮ ডিসেম্বর) সৌদিআরব থেকে সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করেন বিএনপির এই বর্ষীয়ান নেতা।
ব্যানার-ফেস্টুন নিয়ে বিভিন্ন অঙ্গ-সংগঠন ও বিভিন্ন শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা বিমানবন্দরে ফুলের মালা দিয়ে বরণ করে নেন মুরাদনগরে মেহনতি মানুষের প্রিয় এই নেতাকে।
এসময় বিমানবন্দর এলাকা জনসমুদ্রে পরিনত হয়।
দাদা কায়কোবাদ নেতাকর্মীদের সাথে নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন।
কায়কোবাদ দাদাকে স্বাগতম জানাতে মুরাদনগর উপজেলা থেকে ৪ শত বাস ও ২ সহস্রাধিক মাইক্রোবাসের মাধ্যমে লোকজন ঢাকায় আসে। এছাড়াও হিসাবের বাহিরে আরো অগনিত গাড়ি বিমানবন্দরে এসেছে।