
আন্তর্জাতিক ডেস্কঃ সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশের আল-বাব ও জারাব্লুজ শহরের অস্থায়ী বেশ কয়েকটি তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া ও সিরিয়ার সামরিক বাহিনী।
হামলায় শোধনাগারগুলোতে ব্যাপকভাবে আগুন লেগে যায় এবং কয়েকশ তেল ট্যাংকার ভস্মীভূত হয়। তুর্কি সেনা এবং তাদের সমর্থিত উগ্র সন্ত্রাসী গোষ্ঠী তাকফিরি ওই দুটি শহর ও তেল শোধনাগারগুলো নিয়ন্ত্রণ করে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকটি সূত্র জানিয়েছে, স্থানীয় সময় শনিবার মধ্যরাতে যুদ্ধজাহাজ থেকে রাশিয়া এবং সিরিয়ার সেনারা তেল শোধনাগারের ওপর হামলা চালিয়েছে।
সূত্রগুলো আরো জানিয়েছে, তুর্কি সমর্থিত তাকফিরি সন্ত্রাসীরা যখন তেল পাচারের জন্য কয়েকশো ট্রাক ভর্তি করেছিল তখন ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। হামলার পর প্রায় ৪০০ তেল ট্যাংকারে আগুন ধরে যায়।
ব্রিটেনভিত্তিক মানবাধিকার সংস্থা ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ জানিয়েছে, এ পর্যন্ত তারা চার জনের মৃত্যুর খবর নথিভুক্ত করেছে; গুরুতর আহত হয়েছেন আরও ২৪ জন। এর বাইরে এ ঘটনায় কতজন আহত হয়েছেন, তার সঠিক সংখ্যা এখনও পাওয়া যায়নি।
সূত্র: পার্স টুডে