ইরানের রাজধানী তেহরানে সশস্ত্র হামলা আফগানিস্তানের সাবেক সরকারের নিরাপত্তা কর্মকর্তা আকরামুদ্দিন সারি নিহত হয়েছেন। ইরানি পুলিশ তার হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছে।
ইরানি বার্তা সংস্থা মেহরকে বিভিন্ন সূত্রকে উদ্ধৃত করে জানায়, আকরামুদ্দিন সারি ছিলেন আফগানিস্তানের সাবেক সরকারের আমলে তাখার প্রদেশের পুলিশপ্রধান। তেহরানের ভালি আসর স্ট্রিটে নিজের কর্মস্থল থেকে বের হওয়ার পর তিনি সশস্ত্র হামলার শিকার হন।
প্রতিবেদন অনুযায়ী, হামলাকারীরা তাকে মাথায় গুলি করে গুরুতর আহত করে। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তেহরান পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হত্যাকাণ্ডের ঘটনা নিশ্চিত এবং খবরটি সঠিক। এ ঘটনায় কারা জড়িত, তা শনাক্তে তদন্ত চলছে এবং হামলাকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।


