তৈরি হচ্ছেন শ্রীদেবী কন্যা!

বিনোদন ডেস্ক : বলিউডে পা রাখতে যাচ্ছেন শ্রীদেবী কন্যা জানভি কাপুর। এমন গুঞ্জন অনেক দিন ধরেই বলিপাড়ায় উড়ছে। এ নিয়ে অনেক সময়ই আলোচনায় এসেছেন জানভি। শুধু তাই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্টসহ নানা বক্তব্যের জন্য বিভিন্ন সময় খবরে এসেছেন তিনি।

শ্রীদেবীর বড় মেয়ে জানভি। শোনা যাচ্ছে, ২০১৭ সালে বলিউডে পা রাখবেন তিনি। আর এজন্য তৈরিও হচ্ছেন। এমন খবর প্রকাশ করেছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, জানভির বাবা বনি কাপুর মেয়ের অভিনয়ের উন্নতির জন্য এবং এ বিষয়ে তাকে পরামর্শ দেওয়ার জন্য লোক নিযুক্ত করেছেন। তবে অনেকবারই বলিউডে জানভির অভিষেকের গুঞ্জন শোনা গেছে। কিন্তু শেষ পর্যন্ত তা গুঞ্জনই থেকে গেছে।

এর আগে বলিউড সিনেমায় মেয়ের অভিষেক নিয়ে শ্রীবেদবী বলেছিলেন, ‘জানভি মাত্র গ্র্যাজুয়েশন শেষ করেছে। তার এখন পড়াশোনাতেই মনোযোগ রাখা উচিৎ। সে কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হয়নি। এখনো সে ছোট। এখনি তার অভিনয় নিয়ে ভাবাটা একটু জলদি হয়ে যায়।’