তোমাদের দেওয়া অর্থের প্রয়োজন নেই আমাদের

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রতি ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে বলেছেন, ‘বাই বাই আমেরিকা। তোমাদের দেওয়া অর্থের প্রয়োজন নেই আমাদের।’

তিনি আরো বলেন, ফিলিপাইনে মহড়ার জন্য সেনা ও সমরাস্ত্র মোতায়নের যে চুক্তি হয়েছে, তা বাতিলের জন্য প্রস্তুতি হও।

দুতের্তে মনে করেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সম্পর্ক ভালো হতে পারে। ট্রাম্পের উদ্দেশে দুতের্তে বলেছেন, ‘হ্যাঁ, মিস্টার প্রেসিডেন্ট, আমি তোমার মুখম-ল পছন্দ করি, কারণ এটি আমার মতো দেখতে। আমাদের একই ধরনে এবং চোরে চোরে মাসতুতো ভাই।’

প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন দুতের্তের মাদকবিরোধী যুদ্ধে বিচারবহির্ভূত হত্যাকা-ের তীব্র সমালোচনা করে আসছে।

কম্বোডিয়া ও সিঙ্গাপুর সফর থেকে দেশে ফেরার পর এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসনকে লক্ষ্য করে দুতের্তে বলেন, ‘তোমাদের প্রয়োজন নেই আমাদের।’ তিনি আরো বলেন, ‘ফিলিপিনোদের ত্যাগ করতে প্রস্তুত হও। ভিএফএ চুক্তি বাতিল করতেও প্রস্তুত হও।’

ভিজিটিং ফোর্সেস অ্যাগ্রিমেন্ট (ভিএফএ)-এর শর্তানুযায়ী, যুক্তরাষ্ট্রের সেনারা পর্যায়ক্রমে ফিলিপাইনে থেকে সামরিক মহড়া ও মিলিশিয়াবিরোধী অভিযানে অংশ নিতে পারবে। এ চুক্তি বাতিলে হুঁশিয়ার করেছেন দুতের্তে।

ফিলিপাইনের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে দেশটির সমালোচনা অব্যাহত রাখায় যুক্তরাষ্ট্রকে বয়কট করার ঘোষণা দিলেন দুতের্তে। তার ভাষ্য, যুক্তরাষ্ট্রের অর্থ লাগবে না। চীন বলেছে, তারা অনেক অর্থ দেবে। দক্ষিণ-পূর্ব এশিয়ার রাজনীতি এখন বদলাচ্ছে।

তথ্যসূত্র : রয়টার্স অনলাইন।