তোমার হাসি আমার মন ভাল করে দেয়: নুসরত

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ সদস্য নুসরাত জাহান। তার ছোট্ট বন্ধু একাংশর জন্মদিন। শুক্রবার ৭ বছরে পা দিল সে।

ইনস্টাগ্রামে তার সঙ্গে একাধিক ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানান অভিনেত্রী। একাংশকে উদ্দেশ্য করে লিখলেন, ‘প্রথম যখন হাসপাতালে তোমায় দেখেছিলাম, তুমি আমার মন ছুঁয়ে গিয়েছিলে। আজ তোমার ৭ বছর বয়স হল। তুমিই প্রথম শিশু, যাকে আমি এত ভালবেসেছি। তুমি আমাকে পাগল বলো। আসলে তুমিই আমাকে পাগল করে দাও। আমার খারাপ দিনে তোমার হাসি মন ভাল করে দেয়। তোমাকে জড়িয়ে ধরেই আমি সবথেকে তৃপ্তি পাই। জন্মদিনে ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তুমি খুশি এবং সুস্থ থাকো। বড় হয়ে ভাল মানুষ হও। স্নেহশীল হও এবং বুদ্ধিমান হও’।

তবে নুসরতের পোস্ট থেকে যদিও জানা যাচ্ছে না বাচ্চাটি তার কে হয়।