ত্বকের যত্নে লিচু!

রসাল ফল লিচু। গ্রীষ্মকালীন এই ফল এখন গাছে গাছে ঝুলছে। এই ফলের স্বাদ যেমন, তেমনই রয়েছে আশ্চর্য সব গুণ।

শুধু স্বাস্থ্যগত উপকারিতা নয়, রূপচর্চায়ও বেশ কার্যকর লিচু। আসুন, রূপচর্চায় লিচুর পাঁচ গুণ সম্পর্কে জেনে নিই—

ত্বকের কালো দাগ দূর করেঃ- ত্বকের কালচে দাগ দূর করতে লিচুর রস অত্যন্ত কার্যকর। পাঁচ-ছয়টা লিচু থেকে রস বের করে তা মুখে মেখে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত দুদিন এটা করলে মুখের ত্বকের কালচে দাগ সহজেই দূর হয়ে যাবে।

ত্বকের ট্যান দূর করতেঃ- রোদে পোড়া ত্বকের ট্যান দূর করতে লিচুর রস খুব কার্যকর। চার-পাঁচটি লিচু থেকে রস বের করে তার সঙ্গে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে সেটি মুখে ও হাতে পায়ের ট্যান পড়া ত্বকে ভালো করে মাখান। এবার ৩০ মিনিট রেখে দিন। এরপর ঠাণ্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন। সপ্তাহে দু-তিন দিন এটা করুন। পার্থক্যটা নিজের চোখেই দেখুন।

বলিরেখা দূর করতেঃ- ত্বকের বলিরেখা দূর করতে লিচুর রসের জুড়ি মেলা ভার। লিচুর রস মুখে মেখে ১০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। দেখুন চমক।

ছানি পড়া রোধেঃ- লিচুতে রয়েছে ফাইটোকেমিক্যালস, যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এই ফাইটোকেমিক্যালস চোখে ছানি পড়া আটকাতে সাহায্য করে।