‘ত্বক-চুলের রঙ ভিন্ন’ সেই শিশুর পাশে দাঁড়ালেন তারেক রহমান

সন্তানের ত্বক-চুলের রঙ ভিন্ন হওয়ায় স্ত্রীকে তালাক দেন স্বামী। জেনেটিক্যালি ত্রুটি সম্পন্ন অ্যালবেনিজম রোগে আক্রান্ত শিশু আফিয়া ও তার মায়ের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (১৪ নভেম্বর) বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম ওই শিশু ও তার মা মনিরা খাতুনের তাদের বর্তমান আশ্রয়স্থল যশোর সদরের বাজুয়াডাঙ্গা পশ্চিমপাড়ার শহিদ মোল্লার বাড়িতে যান এবং তাদের সঙ্গে সাক্ষাৎ করেন।

গত ১০ নভেম্বর দৈনিক যুগান্তর পত্রিকার অনলাইনসহ দেশের বিভিন্ন মিডিয়ায় ওই শিশু ও তার মায়ের করুণ কাহিনি প্রকাশের পর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান তাদের সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। ‘সন্তানের ত্বক-চুলের রঙ ভিন্ন হওয়ায় তালাক’ শিরোনামে যুগান্তর অনলাইনে রিপোর্টটি প্রকাশের পর ব্যাপক সাড়া পড়ে।

মনিরা খাতুরের একটি বসতঘর নির্মাণ করে দেওয়ার পাশাপাশি শিশু আফিয়ার পড়াশোনার পুরো দায়িত্ব নিয়েছেন তারেক রহমান। একই ‍সঙ্গে পরিবারটির অন্যান্য দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে যশোর জেলা বিএনপিকে।

শুক্রবার (১৪ নভেম্বর) সকালে বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত এ উপহার পৌঁছে দেন।

বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি আমাদের নজরে আসে। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে এলে তিনি পরিবারটির দায়িত্ব নিতে বলেন। মনিরার থাকার মতো কোনো আবাসস্থল নেই, সেজন্য একটি ঘর নির্মাণ ও আফিয়ার লেখাপড়ার দায়-দায়িত্ব দলের পক্ষ থেকে নেওয়া হবে বলে জানান অমিত।

এদিকে, মনিরা ও আফিয়াকে আইনি ও নাগরিক সহযোগিতা দিতে ইতোমধ্যেই কাজ শুরু করেছে জেলা প্রশাসন। সমাজের নানা শ্রেণি ও পেশার মানুষের পাশাপাশি এগিয়ে আসছে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন।

প্রসঙ্গত, বছর পাঁচেক আগে যশোর সদর উপজেলার বাউলিয়া চাঁদপাড়া গ্রামের মজিদ মোল্লার ছেলে মোজাফফর হোসেনের সঙ্গে বিয়ে হয় বাজুয়াডাঙ্গা পশ্চিমপাড়ার শহিদ মোল্লার মেয়ে মনিরা খাতুনের।

২০২২ সালের ১৩ নভেম্বর এই দম্পতির ঘর আলো করে আসে একটি শিশু আফিয়া। শিশুটি দেখতে আর পাঁচটা সাধারণ বাচ্চার মতো না হওয়ায় স্ত্রী ও মেয়েকে ত্যাগ করে প্রবাসী হন মোজাফফর। মিথ্যা অপবাদ দিয়ে মনিরা খাতুনকে তালাক দেন।

আফিয়া জন্মের পরপরই ওর বাবা তাকে নানা অপবাদ দিতে শুরু করে, যে মেয়ে তার না। অন্য কারো সঙ্গে তার খারাপ সম্পর্ক ছিল। বারবার বলেও স্বামীকে বোঝাতে পারেননি মনিরা। ধীরে ধীরে তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। শিশু আফিয়ার জন্মের ৭-৮ মাস পর তাকে তালাক দেন মোজাফফর। এরপর আর তাদের কোনো খোঁজ নেননি তিনি।