বেনাপোল প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বেনাপোলে বিশাল গণসমাবেশ করেছেন কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও যশোর-১ (শার্শা) আসনের সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা পৌনে ৩টার দিকে বেনাপোল পৌরসভার দিঘিরপাড় ঈদগাহ ময়দানে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রিয় নেতার আগমণকে ঘিরে সকাল থেকেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা মিছিলসহকারে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঈদগাহ প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে উঠে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মফিকুল হাসান তৃপ্তি বলেন, “আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছি। সেখান থেকেই ছাত্রদলের রাজনীতির মাধ্যমে রাজনৈতিক জীবনের সূচনা। এরপর যুবদল এবং বিএনপির বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছি নিষ্ঠা ও সততার সঙ্গে। কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে আমি শার্শা অঞ্চলে ব্যাপক উন্নয়ন করেছি-স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা, রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট নির্মাণ করেছি এবং অনেক বেকার তরুণ-তরুণীকে বিনা টাকায় সরকারি চাকরি পেতে সহায়তা করেছি।
তিনি আরও বলেন, “ওয়ান-ইলেভেন সরকার থেকে শুরু করে আওয়ামী লীগ সরকারের সময় পর্যন্ত আমাকে ও আমার কর্মীদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দেওয়া হয়েছে। জেল খাটিয়েছি, নির্যাতন সহ্য করেছি। এতদিন আমাদের রাজনীতি করার সুযোগ ছিল না। এখন আবার মানুষ আমার নাম শুনে ছুটে আসে-তৃপ্তি ভাই এসেছে। যদি আগামী নির্বাচনে জনগণ আমাকে আবারও এমপি হিসেবে নির্বাচিত করে, তাহলে যারা অন্যায়ভাবে মামলা-হামলার শিকার হয়েছেন, তাদের পাশে দাঁড়াবো।”
তৃপ্তি আরও বলেন, “শার্শা সীমান্ত এলাকায় মাদক এখন ভয়াবহ আকার ধারণ করেছে। যুব সমাজ ধ্বংসের পথে। আমি যদি আবার সুযোগ পাই, তবে এই ঘুণে ধরা সমাজ ব্যবস্থাকে আমূল পরিবর্তন করবো।”
এ গণসমাবেশের আগে একই মাঠে তিনি বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের “নির্বাচনী এক্সপ্রেস” অনুষ্ঠানে অংশ নিয়ে নির্বাচনী ইস্যু ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাজ উদ্দিন তাজ, আইন বিষয়ক সম্পাদক মশিউর রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল-মামুন বাবলু, সদস্য সচিব ইমদাদুল হক ইমদা, বেনাপোল পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুজ্জামান মির্জা, সদস্য সাইফুল ইসলাম আসাদ, মফিজুর রহমান পিন্টুসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


