সংসদ প্রতিবেদক : সম্প্রতি হাঙ্গেরি সফরে যাওয়ার পথে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি দায়িত্বে অবহেলা নাকি নাশকতা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী রাশেদ খান মেনন।
রোববার সন্ধ্যায় সংসদের ত্রয়োদশ অধিবেশনে ৩০০বিধির এক বিবৃতিতে মন্ত্রী সংসদকে এ কথা জানান।
রাশেদ খান মেনন বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রাথমিক তদন্ত প্রতিবেদন অনুযায়ী প্রতীয়মান হয়েছে হিউম্যান ফ্যাক্টর (মানবসৃষ্ট) বিমানের বর্ণিত ফ্লাইটের ত্রুটির জন্য দায়ী। তবে দায়িত্বে নিয়োজিত সংশ্লিষ্টদের অবহেলা নাকি নাশকতা তা নিরাপত্তা সংশ্লিষ্ট এজেন্সি খতিয়ে দেখছে।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যার নিরাপত্তার প্রশ্নে কোনোরূপ শৈথিল্য প্রদর্শন করার সুযোগ নেই। ভবিষ্যতে প্রধানমন্ত্রীর নিরাপত্তার বিষয়টি আরো সচেতনতার সঙ্গে নিশ্চিত করা হবে।
প্রসঙ্গত, হাঙ্গেরি সফরে রওনা হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানের একটি বোয়িং ৭৭৭ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাতে জরুরি অবতরণ করে। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের সেখানে চার ঘণ্টা অনির্ধারিত যাত্রাবিরতি করতে হয়। ত্রুটি মেরামতের পর ওই উড়োজাহাজেই প্রধানমন্ত্রী বুদাপেস্টে পৌঁছান।