বিনোদন প্রতিবেদক: থমথমে পরিবেশ বিরাজ করছে এফডিসির গেইটসংলগ্ন এলাকায়।
আজ শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে কিছু লোক বিএফডিসি-তে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের বাধা দিলে ধস্তাধস্তি হয়। এরপর পুলিশ লাঠিচার্জ করে পরিবেশ নিয়ন্ত্রণে আনে। তবে আগতরা চলচ্চিত্রশিল্পী কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনার পর পুলিশ আরো সতর্ক দৃষ্টি রাখছে।
এ প্রসঙ্গে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশিদ রাইজিংবিডিকে বলেন, ‘নির্বাচন উপলক্ষে অনেক তারকাই ভোট দিতে এফডিসি-তে আসছেন। সাধারণ মানুষ শিল্পীদের সঙ্গে ছবি তোলার জন্য ভিড় জমাচ্ছেন। এদের অনেকে আবার বিএফডিসির ভেতরে প্রবেশ করতে চাচ্ছেন। এদিকে আমরা সব শিল্পীদের চিনি না। যার জন্য অল্প ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। শিল্পীদের চেনেন এমন লোক নিয়ে আমরা এখন দায়িত্ব পালন করছি।’
আজ শুক্রবার সকাল ৯টা থেকে বিএফডিসি-তে শুরু হয়েছে চলচ্চিত্রশিল্পী সমিতির নির্বাচনের ভোট গ্রহণ। চলবে বিকাল ৫টা পর্যন্ত। চলচ্চিত্রশিল্পী সমিতির ২০১৭-১৮ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এতে অংশ নিয়েছে মিশা সওদাগর-জায়েদ খান, ওমর সানি-অমিত হাসান, ড্যানি সিডাক-ইলিয়াস কোবরা প্যানেল। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন মনতাজুর রহমান আকবর, নির্বাচন কমিশনার নাজমুল হুদা মিন্টু, পীরজাদা শহিদুল হারুন এবং আপিল বোর্ডের চেয়ারম্যান হিসেবে রয়েছেন নাসিরউদ্দিন দিলু, সদস্য খোরশেদ আলম খসরু এবং শামসুল আলম।


