
আন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডের সংক্ষুব্ধ দক্ষিণাঞ্চলের একটি সুপারমার্কেটে গাড়িবোমা বিস্ফোরণে কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন।
গত কয়েক মাসের মধ্যে অস্থিতিশীল দক্ষিণাঞ্চলে এটি সবচেয়ে বড় হামলা।
বিবিসি অনলাইনের এক খবরে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।
দক্ষিণে মুসলিম অধ্যুষিত সীমান্তে কয়েক দশক ধরে সহিংসতা চলছে। এ ছাড়া আরো বেশি স্বায়ত্তশাসেনর জন্য সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধ ধর্মাবলম্বীদের বিরুদ্ধে ওই অঞ্চলে স্থানীয় মালয়রা লড়াই করছে।
মঙ্গলবার পাটানি শহরের মধ্যাঞ্চলে বিগ সি সুপারমার্কেটের বাইরে দুটি বোমা বিস্ফোরিত হয়েছে। গাড়ি পার্কিংয়ের স্থানে একটি মোটরসাইকেলে রাখা প্রথম বোমাটি বিস্ফোরিত হলে সুপারমার্কেটে কেনাকাটা করতে আসা লোকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পাটানি পুলিশ কমান্ডার মেজর জেনারেল থানংস্যাক ওয়াংসুপা বার্তাসংস্থা এএফপিকে জানিয়েছেন, দ্বিতীয় বিস্ফোরণ হয় গাড়িবোমা থেকে। আরেক কর্মকর্তা ক্যাপ্টেন প্রিচা প্রাচুমচাই জানিয়েছেন, শক্তিশালী দ্বিতীয় বোমার বিস্ফোরণে কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন।
স্থানীয় গণমাধ্যমকে প্রাদেশিক সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আহত দুজনের অবস্থা সংকটাপন্ন। এ ছাড়া টুইটারে পোস্ট করা ছবিতে দেখা যায়, দ্বিতীয় বিস্ফোরণে বিশাল ধোঁয়ার কুণ্ডলী উড়ছে।
থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে বোমা ও বন্দুক হামলা প্রায় প্রতিদিনের ঘটনা। ২০০৪ সাল থেকে এ পর্যন্ত প্রায় ৬ হাজার ৮০০ মানুষ এসব ঘটনায় নিহত হয়েছেন। এসব হামলার জন্য বিবদমান পক্ষগুলো পরস্পরকে দায়ী করে আসছে।
ওই অঞ্চলে সহিংসতা বন্ধে থাইল্যান্ডের সামরিক সরকার উদ্যোগ নিলেও তাতে এখনো কোনো লাভ হয়নি।