থাইল্যান্ডে বোমা ও গুলিবর্ষণে আহত ১৬

থাইল্যান্ডের নারাথিওয়াত প্রদেশে সপ্তাহান্তে দুটি পৃথক হামলায় কমপক্ষে ১৬ জন আহত হয়েছেন। সোমবার স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে মেহের নিউজ এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, প্রথম ঘটনায় মুয়াং জেলার খক খিয়ান পুলিশ স্টেশনের অফিসারদের আবাসন ভবনের বাইরে রাখা একটি মোটরসাইকেল ও সাইডকারে বিস্ফোরণ ঘটে। এতে ৯ জন আহত হন।

ব্যাংকক পোস্ট জানায়, ওই বিস্ফোরণে ভবন, দেয়াল ও পার্ক করা অন্যান্য যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়।

দ্বিতীয় ঘটনাটি ঘটে ওয়েং জেলায়। সেখানে একদল সশস্ত্র ব্যক্তি একটি বাড়ির সামনে রাতের খাবার খাচ্ছিলেন এমন থাই বৌদ্ধদের লক্ষ্য করে গ্রেনেড নিক্ষেপ ও গুলি চালায়। এতে ৭ জন আহত হন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের অবস্থা সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

এসব হামলার পর স্থানীয় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।