আন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডের ভাবি রাজা মহা ভাজিরালংকর্নের রাজ্যাভিষেক আগামী পহেলা ডিসেম্বর হতে পারে। আর নতুন রাজার এ অভিষেকে সেনাবাহিনী প্রভাব বিস্তার করছে বলে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে।
গত ১৩ অক্টোবর মারা যান থাইল্যান্ডের রাজা ভূমিবল আদুলিয়াদেজ। রাজার মৃত্যুতে থাইল্যান্ডবাসী এক বছরের শোক পালন করবে। প্রিন্স মহা ভাজিরালংকর্ন বাবার মৃত্যুর পর জানিয়েছিলেন, তিনি এক বছরের আগে রাজ্যাভিষেক করতে চান না। গত রোববার ভাজিরালংকর্ন জার্মানিতে গেছেন। সেখানে তার নিজের বাড়ি ও পারিবারিক ব্যবসা রয়েছে।
রয়টার্স জানিয়েছে, ২০১৪ সালের মে মাসে সামরিক জান্তা ক্ষমতা নেওয়ার পর ভাজিরালংকর্নের অভিষেকের জন্য প্রস্তুতি নিচ্ছে। ওই সময় থেকেই রাজা ভূমিবলের শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। সেনাবাহিনী সম্প্রতি যে নতুন সংবিধান প্রণয়ন করেছে তাতে রাজকীয় অনুমোদন প্রয়োজন। আর অনুমোদন পেলেই এ সংবিধানের জোরে সেনাবাহিনীর রাজনৈতিক ক্ষমতা প্রাতিষ্ঠানিক রুপ পাবে। এ কারণে নতুন রাজা অভিষেক নিয়ে তাড়াহুড়া করছে সেনাবাহিনী।
থাই সম্পর্ক বিষয়ক বিশেষজ্ঞ নিয়াস ইন্টিলিজেন্ট গবেষণা প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক জান ইউনইয়ং জানিয়েছেন, ভাজিরালংকর্নের অভিষেকের সঙ্গে সঙ্গে সেনাবাহিনী আর নিজেদের রাজার কনিষ্ঠ সহযোগী হিসেবে থাকতে চাইবে না। তারা থাই রাজনীতিতে আরো ভূমিকা রাখার সুযোগ নেবে।
গবেষণা প্রতিষ্ঠান ইনিস্টিটিউট অব সাউথইস্ট এশিয়ান অ্যাফেয়ার্সের পরিচালক পল চেম্বারর্স বলেন, ‘ভাবি রাজা তার বাবার মতো জনপ্রিয় নয়। তাই সেনাবাহিনী তার শাসনামলে প্রাধান্য বিস্তারের চেষ্টা করবে। তবে তারা অবশ্যই ভাজিরালংকর্নকে সেরা প্রমাণের চেষ্টা করবে। এর মাধ্যমে সেনাবাহিনী ক্রাউন প্রিন্সের সমর্থন পাওয়ার চেষ্টা করবে।’