থাই-কম্বোডিয়া সংঘাত: দুই বন্ধুর পুরনো শত্রুতা নাকি ভূ-রাজনৈতিক চাল?

থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে শতবর্ষের পুরনো সীমান্ত বিরোধ আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। দ্য গার্ডিয়ানের একটি নিবন্ধ বলছে, এই সংঘাতের পেছনে শুধুমাত্র ঐতিহাসিক মানচিত্র বা মন্দিরের বিতর্ক নয়, রয়েছে কম্বোডিয়ার হুন সেন এবং থাইল্যান্ডের থাকসিন সিনাওয়াত্রা—এই দুই প্রভাবশালী সাবেক নেতার ব্যক্তিগত দ্বন্দ্ব, যা দক্ষিণ-পূর্ব এশিয়ার ভূ-রাজনৈতিক স্থিতিশীলতাকে ঝুঁকির মুখে ফেলছে।

একটা সময় ছিল যখন হুন সেন ও থাকসিন ছিলেন একে অপরের ঘনিষ্ঠ বন্ধু। তারা একে অপরকে ‘ভাই’ বলেও ডাকতেন। থাই সামরিক বাহিনীর সঙ্গে থাকসিনের ক্ষমতার লড়াইয়ে হুন সেন বারবার থাকসিন পরিবারকে সমর্থন দিয়েছেন। ক্ষমতাচ্যুত হওয়ার পর থাকসিন ও তার বোন ইংলাক হুন সেনের বাসায় আশ্রয় পেয়েছিলেন। এমনকি হুন সেন তাকে কম্বোডিয়ার অর্থ উপদেষ্টা হিসেবে নিয়োগও দেন। থাকসিন স্বেচ্ছা নির্বাসন থেকে ফেরার পর প্রথম বিদেশি নেতা হিসেবে হুন সেনই তার সঙ্গে দেখা করেন।

তবে গত কয়েক মাস ধরে এই সম্পর্ক নাটকীয়ভাবে ভেঙে পড়েছে। কী কারণে এই ভাঙন, তা পুরোপুরি স্পষ্ট নয়। তবে বিশ্লেষকদের ধারণা, এই ব্যক্তিগত বিরোধই এখন দুই দেশের সীমান্তে প্রাণঘাতী সংঘর্ষে নতুন মাত্রা যোগ করেছে। বর্তমানে কেউই সরাসরি ক্ষমতায় না থাকলেও, তারা দুজনেই নিজ নিজ দেশে যথেষ্ট প্রভাবশালী। হুন সেন ২০২৩ সালে ছেলের হাতে ক্ষমতা তুলে দিয়েছেন, আর থাকসিনের মেয়ে গত বছর থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হলেও বর্তমানে তিনি বরখাস্ত।

ফোনালাপ ফাঁস ও রাজনৈতিক টানাপোড়েন

সম্পর্কের তিক্ততা এতটাই বেড়েছে যে, হুন সেন নিজেই সাবেক থাই প্রধানমন্ত্রী পেতংতার্নের (থাকসিনের মেয়ে) সঙ্গে একটি ফোনালাপ ফাঁস করে দিয়েছেন। এই ফোনালাপে ‘চাচা’ সম্বোধন থাকলেও, থাই সেনাবাহিনীর একজন শীর্ষস্থানীয় কর্মকর্তার বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য ছিল। এই ফোনালাপ প্রকাশ্যে আসতেই থাইল্যান্ডে তীব্র সমালোচনা হয় এবং দেশটির সাংবিধানিক আদালত পেতংতার্নকে বরখাস্ত করে তদন্ত শুরু করে।

হুন সেন কেন এমন করলেন, তা নিয়ে প্রশ্ন উঠছে। তিনি থাকসিনকে ‘বিশ্বাসভঙ্গকারী’ আখ্যা দিয়েছেন এবং সিনাওয়াত্রা পরিবার সম্পর্কে আরও তথ্য ফাঁসের হুমকি দিয়েছেন। অন্যদিকে, থাকসিন বলেছেন, ‘আমি কল্পনাও করিনি, এত ঘনিষ্ঠ কেউ এমন আচরণ করতে পারে’। এরপরই তাদের বন্ধুত্বের অবসান ঘটে।

ভূ-রাজনৈতিক ও অপরাধজগতের জটিলতা

অনেক বিশ্লেষক মনে করেন, এই ব্যক্তিগত দ্বন্দ্বের পেছনে ভূ-রাজনৈতিক এবং অপরাধজগতের কিছু অপ্রকাশিত বাস্তবতাও রয়েছে। কারো কারো মতে, থাই কর্তৃপক্ষ ‘স্ক্যাম কম্পাউন্ড’ বন্ধের উদ্যোগ নেওয়ায় হুন সেন ক্ষুব্ধ হয়েছেন। এসব জায়গায় বিদেশি নাগরিকদের আটকে রেখে সাইবার প্রতারণা চালানো হয়, যা কম্বোডিয়ায় বেশ বেড়েছে। থাইল্যান্ড এই বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ায় কম্বোডিয়ার শাসকগোষ্ঠী রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে চাপে পড়ে। সম্ভবত এখান থেকেই হুন সেনের ক্ষোভের শুরু।

সিঙ্গাপুরভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান আইএসইএএস-ইউসুফ ইসহাক ইনস্টিটিউটের সহযোগী গবেষক তিতা সাংলি বলছেন, থাইল্যান্ডে এমন জনমত রয়েছে যে, হুন সেন ও থাকসিনের মধ্যে কিছু গোপন লেনদেন ছিল, যা প্রত্যাশা অনুযায়ী না হওয়ায় এখন তা জাতীয় স্বার্থকেও ছাপিয়ে গেছে। এই ঘটনা থাকসিনের রাজনৈতিক অবস্থানকে দুর্বল করে দিয়েছে এবং থাই সামরিক বাহিনী ও শিনাওয়াত্রা পরিবারের মধ্যে বিভাজন তৈরি করে থাইল্যান্ডে এক ধরনের রাজনৈতিক শূন্যতা সৃষ্টি করেছে।

ওই প্রতিবেদনে বলা হয়, হুন সেন যদিও সরাসরি ক্ষমতা ছেড়ে দিয়েছেন, তবে তিনি তার ছেলেকে প্রধানমন্ত্রী বানিয়ে নেপথ্যে কলকাঠি নাড়ছেন। তিনি দীর্ঘদিন ধরে কম্বোডিয়ার গণতান্ত্রিক পরিকাঠামো ধ্বংস করে বিরোধী কণ্ঠস্বর রুদ্ধ করে রেখেছেন। তাই আন্তর্জাতিক মহল উদ্বিগ্ন যে, যদি হুন সেন সীমান্ত সংঘর্ষকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেন, তবে তা দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।

এদিকে, থাকসিন সিনাওয়াত্রার অবস্থান এখন বেশ নাজুক। দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফেরা থাকসিন, সামরিক বাহিনীর সঙ্গে তার পরিবারের চলমান টানাপোড়েনের মধ্যে হুন সেনের ফাঁস করা ফোনালাপ ও অভিযোগে আরও কোণঠাসা হয়ে পড়েছেন। এই পরিস্থিতিতে তার পক্ষে সরাসরি কূটনৈতিক বা সামরিক জবাব দেওয়া প্রায় অসম্ভব।

এই সংঘাতের সামাজিক প্রতিক্রিয়াও স্পষ্ট। সীমান্তে উদ্বাস্তু মানুষের কাছে গিয়ে থাকসিন যখন সহমর্মিতা জানাতে যান, তখন এক নারী তাকে প্রশ্ন করেন, ‘আপনি তো হুন সেনের বন্ধু, তাই না? তাহলে ওরা আমাদের ওপর গুলি চালাচ্ছে কেন?’ এই প্রশ্নটি রাজনৈতিক সম্পর্কের ছায়া সাধারণ মানুষের জীবনে কীভাবে আঘাত হানে, তা স্পষ্ট করে তোলে।

কিয়োটো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পাবিন চাচাভালপংপুন মনে করেন, যখন ভূ-রাজনৈতিক বাস্তবতার সঙ্গে ব্যক্তিগত প্রতিহিংসা যুক্ত হয়, তখন তা আরও অনিশ্চয়তা তৈরি করে। এই সংকট নিরসনে আন্তর্জাতিক মধ্যস্থতার প্রস্তাব এলেও, দুই দেশের জটিল অভ্যন্তরীণ বাস্তবতার কারণে দ্রুত সমাধানের আশা করা কঠিন। সীমান্তে গোলাগুলো, কূটনৈতিক টানাপোড়েন এবং আস্থাহীনতার আবহে থাইল্যান্ড ও কম্বোডিয়া এখন এক বিপজ্জনক দ্বন্দ্বের মুখোমুখি, যার মূলে রয়েছে দুই বন্ধুর ভাঙা সম্পর্কের বিষাদ।