
আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট মুন জে-ইনের সঙ্গে প্রথম আলাপে থাড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সম্পর্কে আপত্তি জানালেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলার প্রতিরোধক হিসেবে দক্ষিণ কোরিয়ায় টার্মিনাল হাই অলটিটিউট এরিয়া ডিফেন্স (থাড) ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে এটি কার্যকর করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের দাবি, থাডের কারণে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র হামলা থেকে রেহাই পাবে দক্ষিণ কোরিয়া। কিন্ত চীনের উল্টো দাবি। তারা বলছে, থাডের কারণে তাদের নিরাপত্তা ব্যবস্থা বিঘ্নিত হবে।
সম্প্রতি উত্তর কোরিয়ার একের পর ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা ও যুক্তরাষ্ট্রে পরমাণু ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দেওয়ার পরিপ্রেক্ষিতে দক্ষিণ কোরিয়ায় থাড মোতায়েন করে যুক্তরাষ্ট্র।
কিন্তু বেইজিংয়ের দাবি, এই ব্যবস্থা চীনের ওপর গোয়েন্দাগিরিতে ব্যবহার করা হবে এবং এর বিরুদ্ধে তারা যারপরণাই সমালোচনা করে আসছে। এই ইস্যুতে চীন ও দক্ষিণ কোরিয়ার সম্পর্কে অবনতি শুরু হয়েছে।
মঙ্গলবার নির্বাচনে জয়ী হয়ে বুধবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন মুন জে-ইন। এখন তার সামনে কঠিন চ্যালেঞ্জ- দীর্ঘদিনের মিত্র দেশ যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রেখে উত্তর কোরিয়া ইস্যুর শান্তিপূর্ণ সমাধান বের করা।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের এক মুখপাত্র জানিয়েছেন, ফোনালাপের উদ্যোগ আসে চীনা প্রেসিডেন্টের পক্ষ থেকে। আলাপের সময় দক্ষিণ কোরিয়ায় মোতায়েন থাড নিয়ে চীনের উদ্বেগ ও বিরোধিতার বিষয়টি ব্যাখ্যা করেন শি জিনপিং। দক্ষিণ কোরিয়ার বার্তাসংস্থা ইয়োনহ্যাপ এ তথ্য জানিয়েছে।
মুখপাত্র ইয়ুন ইয়াং-চান জানিয়েছেন, ‘প্রেসিডেন্ট মুন জে-ইন বলেছেন, উত্তর কোরিয়ার পক্ষ থেকে আর কোনো উসকানি না এলে থাড ইস্যুর সমাধান হবে।’ এ ছাড়া উত্তর কোরিয়া ও থাড উভয় বিষয়ে আলোচনার জন্য চীনে প্রতিনিধিদল পাঠাবেন মুন জে-ইন।
থাড মোতায়েনের বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একমত হন মুনের পূর্বসূরি প্রেসিডেন্ট পার্ক গিউন-হে। এই নারী প্রেসিডেন্ট দুর্নীতির দায়ে এখন কারাবাস করছেন।
তথ্যসূত্র : বিবিসি অনলাইন