
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : গত এক মাসে সোমবার তৃতীয় দফায় থৈ থৈ পানিতে ডুবে গেছে বন্দরনগরী চট্টগ্রাম।
মাত্র কয়েক ঘণ্টার বৃষ্টিতে বেহাল দশার সৃষ্টি হয়েছে দেশের বাণিজ্যিক রাজধানী খ্যাত বন্দরনগরী চট্টগ্রামের। জলাবদ্ধতার মহাসমস্যায় দুর্ভোগের শেষ নেই নগরবাসীর।
রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত থেমে থেমে চলমান বৃষ্টিতে চট্টগ্রাম মহানগরীর অধিকাংশ এলাকা কোথাও হাঁটু পানি, আবার কোথাও কোমর সমান পানিতে তলিয়ে গেছে।
চট্টগ্রামের আগ্রাবাদ এক্সেস রোড কোমর পানিতে ডুবে রয়েছে। বন্ধ হয়ে গেছে যানবাহন চলাচল। নগরীর প্রধান সড়ক এশিয়ান হাইওয়ের ওপর দিয়ে পানি প্রবাহিত হতে থাকায় বন্ধ হয়ে গেছে যান চলাচল। এতে নগরবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। টানা বর্ষণে নগরীর চকবাজার, বাকলিয়া, চান্দগাঁও, আগ্রাবাদ ও হালিশহর এলাকার সড়কসমূহ কয়েক ফুট পানিতে তলিয়ে যায়।
বৃষ্টিতে নগরীর খাল নালা একাকার হয়ে সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। বিশেষ করে আগ্রাবাদ এক্সেস রোড ও এশিয়ান হাইওয়ের বিভিন্ন অংশ কোমর সমান পানিতে তলিয়ে যায়।
চট্টগ্রাম আবহাওয়া দপ্তরের কর্মকর্তারা জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১৭৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে সকাল থেকে অফিসগামী হাজার হাজার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।
এশিয়ান হাইওয়ের ষোলশহর ২নং গেট মোড় ও মুরাদপুর এলাকায় সড়কের কয়েক ফুট ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
নগরীর আগ্রাবাদ হাজি পাড়ার বাসিন্দা মো. সাইফুল ইসলাম জানান, ভারী বৃষ্টিতে আগ্রাবাদ এক্সেস রোডে কোমর সমান পানি প্রবাহিত হচ্ছে। যান চলাচল বন্ধ হয়ে আছে। এই অঞ্চলে বসবাসকারীদের দুর্ভোগের অন্ত নেই। এছাড়া এলাকার অনেক বাসাবাড়িতে পানি ঢুকে পড়েছে।
হালিশহরের বাসিন্দা জিয়া জানান, এমনিতে সামান্য বৃষ্টি হলে রাস্তায় পানি জমে যায়। এখন পুরো এলাকা পানিতে থৈ থৈ করছে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন জলাবদ্ধতা প্রসঙ্গে রাইজিংবিডিকে বলেন, নগরীর জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। জলাবদ্ধতা দীর্ঘদিনের সমস্যা বন্দরনগরীর। আমি দায়িত্ব নেওয়ার পর নগরীর জলাবদ্ধতা সমস্যা নিরসন করে চট্টগ্রামকে একটি ক্লিন ও গ্রিন সিটিতে রূপান্তরিত করার সর্বাত্বক চেষ্টা চালিয়ে যাচ্ছি।
তিনি বলেন, আমাদের হাতে তো আর আলাদীনের চেরাগ নেই যে এক দিনেই সব সমস্যার সমাধান করে ফেলবো। তবে জলাবদ্ধতা নিরসন করে নগরবাসীর দুর্ভোগ লাগবে কার্যকর বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। আগামী বছর এমন জলাবদ্ধতা আর থাকবে না।