প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দক্ষতাসম্পন্ন প্রত্যেকটি মানুষের জন্য সারা বিশ্বই তার কর্মস্থল। আর এমন দর্শনেই গড়ে তোলা হচ্ছে অর্থনৈতিকভাবে শক্তিশালী নতুন বাংলাদেশ।
রোববার (৭ নভেম্বর) ঢাকায় অনুষ্ঠিত আন্তর্জাতিক বিপণন সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে এ কথা বলনে তিনি।
প্রধানমন্ত্রী বলেন, দারিদ্র্য আর প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে বাংলাদেশের কাছে পরাজিত হয়েছে মাতৃমৃত্যু আর শিশুমৃত্যুও।
যে কোনো পণ্য উৎপাদনের পরের ধাপই বিপণন। সেখানে যার পণ্য যতটা আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা হয়, ক্রেতার নজর থাকে তার ওপরই।
সারা বিশ্বে দক্ষ মানবসম্পদকেও ঠিক একইভাবে করা হয় মূল্যায়ন। তথ্যপ্রযুক্তির বহুমাত্রিক প্রসারে এখন ঘরে বসেই বাংলাদেশি তরুণরা নিজেদের উপস্থাপন করছেন আন্তর্জাতিক বহু মার্কেটপ্লেসে।
বাংলাদেশের মানবসম্পদ উন্নয়নে কাজ করছে সরকারও এমনটাই জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আন্তর্জাতিক বিপণন বিশেষজ্ঞ ফিলিপ কটলারের সংগঠন, কটলার ইমপ্যাক্ট, বাংলাদেশ সরকার আর নর্দার্ন এডুকেশন গ্রুপের যৌথ উদ্যোগে আয়োজিত ওয়ার্ল্ড মার্কেটিং সামিটে ভিডিও বার্তায় তৈরি পোশাক খাতের অগ্রগতি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশে রয়েছে অফুরন্ত সম্ভাবনা।
সরকারপ্রধান বলেন, বাংলাদেশ এখন আর মোটেই ক্ষুধা, দারিদ্র্য আর প্রাকৃতিক দুর্যোগের দেশ নয়। গত এক দশকে এসব জাদুঘরে চলে গেছে, যার নেপথ্যে ছিল, আর্থসামাজিক উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে আমাদের উল্লেখযোগ্য অগ্রগতি। বাংলাদেশ এখন বিশ্বের ৫টি দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশের একটি। আর জিডিপির হিসেবে ৪১তম। ২০১০ সালের ১৮ দশমিক ৪৭ বিলিয়ন ডলার থেকে রপ্তানি আয় ১০ বছর পর এসে দাঁড়িয়েছে ৪৬ দশমিক ৩৬ বিলিয়ন ডলারে।
ভার্চুয়াল সম্মেলনে বিশ্বের বহু দেশের শিক্ষাবিদ, রাষ্ট্র ও সরকারপ্রধান, ব্যবসায়ী, রাজনীতিবিদ ও অর্থনৈতিক নীতিনির্ধারকরা অংশ নেন।


