দক্ষিণখানে অবৈধ ১০ তলা ভবন নির্মাণ

স্টাফ রিপোর্টারঃ দক্ষিণখান থানাধীন বাড়ির মালিকের নাম সাবিয়া স্বামী-খন্দকার মজলু, ২১ নং সেবীকুঠির, এবিষয়ে গত ০৪/০৮/২০১৬ ইং তারিখে , রাজউক  কর্তপক্ষকে এবং উত্তরা জোনাল অফিসকে ৭//৮/১৬ ইং তারিখে দাগ নং- ৪৮৭, আর,এস- ৫৮৩, জে,এল, নং-১৯৯, মৌজা- ফায়দাবাদ,গোয়ালটেক, দক্ষিণখান,ঢাকা । রাজউক থেকে ৬ তলা ভবনের অনুমতি নিয়ে যার স্বারক নং- রাজউক/নঅশা/অঅ/নঃ অঃ অঃ/২/এ-৩সি ২ এ-২৯৮/১৩/৩৩২ স্থা) রাজউকের কিছু অসাধু কর্মকর্তা যোগ সাজশে ৬তলা ফাউন্ডেশনের উপর ঝুঁকিপূর্ন ১০ তলা ইমারত নিমার্ন করিতেছে । যা যেকোনো মূহুর্তে জনসাধারনের জান মালের হুমকি স্বরূপ আঘাত আনতে পারে এবিষয়ে গত ০৪/০৮/১৬ ইং তারিখে রাজউক কর্তপক্ষকে লিখিতভাবে এলাকাবাসী অভিযোগ করলেও কোন পদক্ষেপ নেয়নি । এমন অবস্থায় অবৈধ নিমার্ন কাজ বন্ধ করে জনসাধারনের জান মালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে জনগণের প্রত্যাশা অবিলম্বে এই নিমার্ন কাজ বন্ধ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ রইল