
নিজস্ব প্রতিবেদক : রাজধানীর দক্ষিণখানে এক গৃহবধূকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। ভুক্তভোগীকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় দক্ষিণখান থানার অফিসার ইনচার্জ (ওসি) তপন চন্দ্র সাহা জানান, দক্ষিণখানের চালাবন এলাকায় নিজেদের বাড়িতে স্বামী-স্ত্রী থাকেন। রোববার রাত ৮টার দিকে ওই গৃহবধূর ভাসুর মামুন ও তার বন্ধু শফিক মিলে তাকে ধর্ষণ করে। এ ঘটনায় সোমবার থানায় মামলা হয়। মঙ্গলবার সকালে দুজনকে গ্রেপ্তার করে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
হাসপাতালে গৃহবধূর স্বামী টিপু জানান, ঘটনার সময় তিনি বাসায় ছিলেন না। প্রথমদিকে তার স্ত্রী ঘটনা জানাতে চাননি। পরে সে বিস্তারিত বললে পুলিশকে জানানো হয়।