নিজস্ব প্রতিবেদক : ১৮ নভেম্বর, মঙ্গলবার দক্ষিণখানের কোটবাড়ি রেললাইন সংলগ্ন এলাকায় বিএনপির উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। স্থানীয় নেতা–কর্মীদের ব্যাপক উপস্থিতিতে এলাকা উৎসবমুখর হয়ে ওঠে এবং শেষ পর্যন্ত উঠান বৈঠকটি বৃহত্তর জনসমাগমে রূপ নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণখান থানা বিএনপির আহবায়ক হেলাল তালুকদার। বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল লতিফের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন দক্ষিণখান থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম বাবলু।
বক্তব্যে প্রধান অতিথি হেলাল তালুকদার বলেন,
“বর্তমান সরকার একটি নিরপেক্ষ সরকার, যা দেশের সকল রাজনৈতিক দলের সাংবিধানিক অধিকারকে সম্মান করে। রাজনীতিতে মত ও পথের ভিন্নতা থাকলেও সবার লক্ষ্য দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণ। বিএনপি তার ঘোষণা করা ৩১ দফার মাধ্যমে দেশের রাজনৈতিক ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং উন্নয়নমূলক রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে কাজ করতে চায়।”
তিনি আরও বলেন,
“৩১ দফার উদ্দেশ্য হলো প্রশাসনিক দক্ষতা বাড়ানো, সুশাসন নিশ্চিত করা, অর্থনৈতিক কাঠামোকে আধুনিক করা এবং জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা। রাজনৈতিক দলগুলো ভিন্ন মতাদর্শে বিশ্বাস করলেও দেশের উন্নয়ন ও স্থিতিশীলতা সবার প্রধান লক্ষ্য হওয়া উচিত।”
আগামীতে বিএনপিকে ভোট দিয়ে রাষ্ট্রক্ষমতার সুযোগ দিলে ৩১ দফা বাস্তবায়ন করা হবে। বক্তব্যের শেষে তিনি এলাকাবাসীকে ঐক্যবদ্ধভাবে দেশের উন্নয়ন, শান্তি ও সামাজিক স্থিতিশীলতার পক্ষে কাজ করার আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণখান থানা বিএনপির যুগ্ম আহবায়ক মো. মতিউর রহমান মতি, মো. কামরুল হাসান আকরাম, মো. মিন্নাত আলী, মো. আব্দুস সালাম, হাজী মো. শাহ জালাল, মো. আনোয়ার হোসেন জমিদার, মো. দেলোয়ার হোসেন সবুজ, ৪৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আল-আমিন সরকার, আহবায়ক সদস্য মো. কবির হোসেন ভূঁইয়া এবং মো. হারুন অর রশিদ ভুট্টো।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. সেলিম রেজা এবং সার্বিক সহযোগিতায় ছিলেন সাইফুল ইসলাম বাবু।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন উত্তরা পশ্চিম থানা মসজীবি দলের সভাপতি মো. হাফিজ আহমেদ, উত্তরা থানা বিএনপির সাবেক সহ-সভাপতি হোসেন মাহমুদ, আরাফা স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক মো. বায়জীদ আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী মো. মঞ্জুর রহমান, সৌদি আরব বিএনপির মো. জাহাঙ্গীর সরকারসহ স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল ও কৃষকদলের নেতাকর্মীরা।


