দক্ষিণখানে চলাচলের জন্য বৈদ্যুতিক পিলার অপসারণ

রাজধানীর দক্ষিণখানের ৪৭ নাম্বার ওয়ার্ডের মজিবর মার্কেট মোড়ে রাস্তার প্রতিবন্ধকতা এবং জনদুর্ভোগ লাগবে উঁচু পিট ও রাস্তা দখলে থাকা বৈদ্যুতিক পিলার সরিয়ে রাস্তা চলাচলে উপযোগী করার জন্য জনতার কাউন্সিলর মোতালেব হোসেন রতনের উদ্যোগে এবং নির্দেশনায় কল্যাণ সমিতির সভাপতি শফিকুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বৈদ্যুতিক পিলার সরানোর কাজ অদ্য চূড়ান্তভাবে কাজের সফল সমাপ্তি করা হয়েছে। অনুষ্ঠানে মোতালেব হোসেন রতন বক্তব্য রাখেন। এ সময় আরো উপস্থিত ছিলেন,সেলিম সরকার, এম এ আজিজ, মোঃ শওকত হোসেন, মোঃ আউল হোসেন, নিপু সরকার, মোহাম্মদ আলম, হযরত আলী, শাকিল, ডিএম কামাল, বিপ্লব, সালাউদ্দিন, রুকু, মশিউর, হারুন,বাচ্চু।