দক্ষিণখানে ছাত্রদলের কর্মী সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও তৃণমূল নেতাকর্মীদের আরও গতিশীল করার লক্ষ্যে রাজধানীর দক্ষিণখান থানার ৪৭ নং ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি মোঃ সালাউদ্দিন আহমেদ এবং প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক মাহ্ফুজ উর রহমান লিপকন। সভায় সভাপতিত্ব করেন দক্ষিণখান থানা ছাত্রদলের সভাপতি মোঃ সাইফুল ইসলাম সাইফ এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম বিপ্লব

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মোঃ রবিউল ইসলাম রবি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাগর, সাংগঠনিক সম্পাদক মোঃ মেহেদী হাসান মিম, সহ সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিক সুমন, মোঃ ফখরুল ইসলাম ফাহাদ, মোঃ ইমাম হোসেন নির্জন, মোঃ আসাদুল সিকদার ও মোঃ ইমরান খান সনি। এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক মুনতাসির হাসান সোহাগ, মোঃ আসাদুজ্জামান, মোঃ আব্দুল হালিম ও মোঃ ইউসুফ আহম্মেদ ইরফান উপস্থিত ছিলেন।

আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন দক্ষিণখান থানা ছাত্রদলের সাবেক সভাপতি শেখ আব্দুল্লাহ রাসেল এবং দক্ষিণখান থানা বিএনপির সাবেক সভাপতি মোঃ মোতালেব হোসেন রতন