দক্ষিণখানে তিন অপহরণকারীকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর দক্ষিণখান এলাকা থেকে তিন অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. পলাশ (২০), খুকি বেগম (৪০) ও জুয়েল রানা (২৮)। এ সময় তাদের কাছ থেকে এক ভিকটিমকে উদ্ধার করা হয়।

বুধবার সন্ধ্যায় দক্ষিণখান এলাকার গাওয়াইর বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সকালে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মাসুদুর রহমান।

তিনি বলেন, ওই ভিকটিমের পরিবারের করা অভিযোগের ভিত্তিতে গাওয়াইর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় দক্ষিণখান থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।