থানায় অভিযোগ

দক্ষিণখানে পাওনা টাকা চাওয়ায় সাংবাদিক ও তার পরিবারকে প্রাননাশের হুমকি

বিশেষ সংবাদদাতা : বাংলাদেশ থেকে পোল্যান্ডে লোক পাঠানোর নামে মিথ্যা প্রতিশ্রুতি- প্রলোভন দেখিয়ে ভুয়া পারমিটটি দিয়ে মোটা অঙ্কের টাকা কৌশলে হাতিয়ে সংঘবদ্ধ একটি প্রতারক চক্র। এ চক্রের খপ্পরে পড়ে সর্বশান্ত হয়েছে সাধারণ মানুষ। ইতোমধ্যে টাকা দিয়ে এই গ্রুপের দ্বারা অহেতুক হয়রানির শিকার হয়েছেন জাতীয় দৈনিক মানবকন্ঠ পত্রিকার স্পোর্টস ইনচার্জ রাহুল বিশ্বাস। এছাড়া এ চক্রটি সাংবাদিক ও তার পরিবারের সদস্যদের বিভিন্ন ধরনের হুমকি, ভয়ভীতি, বাড়িতে জোরপূর্বক প্রবেশ, মোটরসাইকেল ভাংচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় ভুক্তভোগী সাংবাদিক রাহুল প্রতিকার চেয়ে তিনজনকে বিবাদী করে ডিএমপির দক্ষিণখান থানায় একটি লিখিত অভিযোগ করেন। বিবাদীরা (তারা) হলো- সুনীল মন্ডল (২৬), শুভ মন্ডল (২৩), উভয় পিতা-সুফল মন্ডল, মাতা- অঞ্জনা মন্ডল ও সুফল মন্ডল (৬০), পিতা- অজ্ঞাত, সর্ব গ্রাম-দোলাকান্দা, পোঃ বুতনী, থানা- শিবালয়, জেলা-মানিকগঞ্জ। খবর সংশ্লিষ্ট ও পুলিশ সূত্রের।

পুলিশ ও লিখিত অভিযোগে জানা যায়, প্রতারণা, জাল- জালিয়াতি ও হুমকির শিকার গাজীপুরের সদর থানার কুমন গ্রামের পিতা-মৃত হরিশ চন্দ্র বিশ্বাস, মাতা-খুকু বিশ্বাসের পুত্র সাংবাদিক রাহুল বিশ্বাস (৩৬)। বর্তমানে রাজধানীর দক্ষিণখান থানার পন্ডিতপাড়া এলাকায় পরিবার নিয়ে বসবাস করে আসছিল। জাতীয় দৈনিক মানবকন্ঠ পত্রিকার স্পোর্টস ডেক্স ইনচার্জ হিসেবে বর্তমানে কর্মরত আছেন এবং তিনি উত্তরা প্রেসক্লাবের সদস্য বলে জানা গেছে।

ঘটনার বিবরণ ও থানায় লিখত অভিযোগে বাদি উল্লেখ করেন যে, উক্ত তিন বিবাদীগন সুনীল মন্ডল (২৬),শুভ মন্ডল (২৩) ও সুফল মন্ডল (৬০) আমার শ্বশুর বাড়ী প্রতিবেশী। সেই সূত্র ধরে প্রধান বিবাদী
সুনীল মন্ডল আমার ছোট শ্যালক অন্তর মন্ডল (২২)কে বিদেশ (পোল্যান্ড) পাঠানোর কথা বলে মৌখিক ভাবে নয় লক্ষ টাকা চুক্তিবদ্ব হই। পরবর্তীতে ১নং বিবাদীকে গেল ২০২৪ সালের ১৯ মে বিবাদীর ব্যাংক এশিয়া দক্ষিণখান শাখায় (যাহার হিসাব নং- ০৬৭৩৮০০০ আড়াই লাখ টাকা এবং একই বছরের ৬ জুন একই একাউন্টে দ্বিতীয় দফায় এক লাখ বিশ হাজার টাকাসহ সর্ব মোট তিন লাখ ৭০ হাজার টাকা প্রদান করি। কিন্তু ১নং বিবাদী আমার ছোট শ্যালককে বিদেশ যাওয়ার জন্য ওয়ার্ক পারমিট প্রদান করলে উচ্চ ওয়ার্ক পারমিট যাচাই করে দেখা যায় যে, উক্ত পারমিটটি ভুয়া ও বানোয়াট। পরোক্ষণে উক্ত ওয়ার্ক পারমিট ও বিদেশ যাওয়ার বিষয় নিয়ে ১নং বিবাদীর সহিত কথা বলে আমি আমার শ্যালকের বিদেশ যাওয়ার পূর্বে প্রদানকৃত পুরো টাকা ফেরত চাইলে বিবাদী ওই টাকা ফেরৎ প্রদান না করে বিভিন্ন ধরনের টালবাহানা শুরু করে। দ্বিতীয় বার টাকা চাইলে পাওনাদার সাংবাদিক রাহুল বিশ্বাসকে নানা ধরনের ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি প্রদান করে বিবাদীরা।

সাংবাদিক রাহুল বিশ্বাস লিখিত অভিযোগে উল্লেখ করেন যে, উক্ত হুমকির ঘটনার পর গত ১০ অক্টোবর, ২০২৫ দুপুর আনুমানিক আড়াইটার দিকে উক্ত বিবাদীগন বাদি (অভিযোগকারীর) বর্তমান বাসায় বিনা অনুমতিতে (অনাধিকারে) প্রবেশ করে উক্ত টাকা পয়সা লেনদেনের ঘটনাকে কেন্দ্র করে বিবাদীগনের সাথে কথা কাটাকাটি ও তর্কবিতর্ক হয়। এসময় বিবাদীরা আমাকে ও আমার পরিবারকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদান করে ২নং বিবাদী আমার বাসার নিচে রক্ষিত ঢাকা মেট্রো- হ-৪৮-৯৮৬৬ নম্বরের একটি মোটরসাইকেল ভাংচুর করে। যার মূল্য অনুমানিক প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা। এঘটনায় ভুক্তভোগী সাংবাদিক প্রতিকার চেয়ে তিন বিবাদীর নাম উল্লেখ করে ডিএমপির দক্ষিণখান থানায় একটি লিখিত অভিযোগ করেন।

ভুক্তভোগী সাংবাদিক রাহুল বিশ্বাস এ প্রতিবেদককে বলেন, আমার পাওনা বাবদ মোট তিন লাখ ৭০ হাজার টাকা ফেরত চাওয়ায় বিবাদী সুনীল মন্ডল, শুভ মন্ডল ও সুফল মন্ডল গংরা আমার মোটরসাইকেল ভাংচুরসহ পরিবারের সবাইকে ভয়ভীতি প্রদর্শন এবং হুমকি দিয়ে আসছে। তারা যে কোন সময় বড় ধরনের ক্ষতি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এঘটনায় আমি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি।

এব্যাপারে ভুক্তভোগী সাংবাদিক ও তার পরিবারের সদস্যরা প্রতিকার চেয়ে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা, মহা পুলিশ পরিদর্শক (আইজিপি), এলিট ফোর্স র‌্যাবের (ডিজি), ডিএমপি কমিশনার, গোয়েন্দা পুলিশ (ডিবি)সহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী ।