দক্ষিণখানে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত

বন্দুকযুদ্ধ

মেডিক্যাল প্রতিবেদক : পুলিশের দাবি তিনি ডাকাত দলের সদস্য। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার জহিরুলকে নিয়ে পুলিশ দক্ষিণখানে অভিযানে যায়। এসময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে ডাকাত দলের অন্য সদস্যরা গুলি করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি করে। এতে জহিরুল ইসলামের মাথায় ও বুকে গুলি লাগে। এ ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন।

জহিরুলকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে শুক্রবার ভোর ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দক্ষিণখান থানার এসআই নান্নু খান তাকে হাসপাতালে নিয়ে আসেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জহিরুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।