ঢাকা, ১ নভেম্বর — রাজধানীর দক্ষিণখান থানাধীন আশকোনা উচ্চারটেকে শনিবার রাত ৮টায় অনুষ্ঠিত এক উঠান বৈঠকে বিএনপি তার ঘোষিত ‘রাষ্ট্র মেরামতের’ ৩১ দফা কর্মসূচি পরিচিতি ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছে। সভায় স্থানীয় নেতাকর্মী এবং শতাধিক এলাকাবাসী অংশ নেন।
বৈঠকে প্রধান অতিথি ছিলেন দক্ষিণখান থানা বিএনপির আহ্বায়ক হেলাল তালুকদার। প্রধান বক্তা ছিলেন থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম বাবলু। সভার সভাপতিত্ব করেন ৪৯ নম্বর ওয়ার্ড দক্ষিণখান থানা বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ কামরুজ্জামান শরিফ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে হেলাল তালুকদার বলেন, জামায়াতে ইসলাম আপনারা সাবধান হোন‘‘ইসলাম শান্তির ধর্ম এবং দেশের মানুষ শান্তিই চায়; তাই কেউ দেশের শান্তি নষ্ট করার অপচেষ্টা করবে না।’’ তিনি আরও বলেন, ‘‘জুলাই অভ্যুত্থানে গনহত্যাকারীদের বিচার হলে ১৯৭১ সালের মীরজাফরদেরও বিচার করতে হবে।’’
তিনি এলাকায় চাঁদাবাজি ও সহিংসতার ব্যাপারে সতর্ক করে বলেন, ‘‘আশকোনায় চাঁদাবাজদের আমরা বয়কট করব—বিএনপিতে চাঁদাবাজের ঠাঁই নেই। কেউ চাঁদাবাজি করলে স্থানীয়রা জানালে আমরা আইনকে জানাব।’’
রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি প্রসঙ্গে হেলাল তালুকদার বলেন, ‘‘এই কর্মসূচির মাধ্যমে ক্ষমতায় গেলে বিএনপি মা-বোনদের পূর্ণ অধিকার ও সুরক্ষা নিশ্চিত করবে এবং কৃষকের ন্যায্য মজুরি নিশ্চিত করা হবে। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে দলকে ক্ষমতায় নেওয়ার আহ্বান জানাচ্ছি।’’
বৈঠকের এক পর্যায়ে আশপাশের স্থান জনসমুদ্রে পরিণত হয় এবং স্থানীয় শত শত মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। স্থানীয় নেতারা এই উঠান বৈঠককে বিএনপির জাতীয় নির্বাচনের প্রস্তুতি ও সংগঠন জোরদারের অংশ হিসেবে সফল উদ্যোগ বলে অভিহিত করেছেন।


