দক্ষিণখানে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ ১২ নভেম্বর, রোজ বুধবার রাজধানীর দক্ষিণখান ট্রান্সমিটার লাল মসজিদ সংলগ্ন মাঠে বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির গবেষণা সেলের সদস্য ড. আমিনুল ইসলাম (পিএইচডি) এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মোতালেব হোসেন রতন।

অনুষ্ঠানের আয়োজন ও সঞ্চালনার দায়িত্ব পালন করেন উত্তরা পূর্ব থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদ মাস্টার এবং উত্তরা পূর্ব থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. বিল্লাল হোসেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে এম কফিল উদ্দিন আহমেদ বলেন,“গত ৪০ বছর ধরে আমি বিএনপির রাজনীতির সঙ্গে আছি। এলাকাবাসীর ভালোবাসা ও দোয়ায় আমি বিশ্বাস করি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসেবে লড়াই করার সুযোগ পাবো, যদি দল আমাকে মনোনয়ন দেয়। আমি প্রতিশ্রুতি দিচ্ছি—চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলবো।”

তিনি আরও বলেন, “আগামীতে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে দেশনেতা তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে। আপনারা সকলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য দোয়া করবেন।”

সভায় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে নেতাকর্মীরা ঐক্য ও সংগঠন শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন এবং আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।