নিজস্ব প্রতিবেদক: ১৪ নভেম্বর, শুক্রবার। রাজধানীর দক্ষিণখান থানার উচ্চারটেক এলাকায় বিএনপির ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা সাধারণ মানুষের মাঝে তুলে ধরতে লিফলেট বিতরণ ও রাজনৈতিক সমসাময়িক বিষয় নিয়ে এক উঠান বৈঠকের আয়োজন করা হয়। স্থানীয় নেতা–কর্মী ও আগত জনসাধারণের উপস্থিতিতে এলাকার গুরুত্বপূর্ণ এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামান। প্রদান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন।
উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম কফিল উদ্দিন আহমেদ ও মোহাম্মদ আফাজ উদ্দিন আফাজ। পুরো অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বিএনপি নেতা আব্দুল আজিজ মিয়া।
বক্তব্যে এম কফিল উদ্দিন আহমেদ বলেন, “আগামী জাতীয় নির্বাচনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে জনগণের আকাঙ্ক্ষা পূরণে রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করা হবে। আমি দীর্ঘ ৪০ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। আশা করি ঢাকা-১৮ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে দল আমাকে মনোনয়ন দেবে।”
তিনি আরও বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি থেকে উত্তরণের জন্য জনগণের ঐক্যবদ্ধ ভূমিকার কোনো বিকল্প নেই। বক্তব্য শেষে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া চান।
স্থানীয় নেতাকর্মীরা জানান, বিএনপির এই কর্মসূচির মাধ্যমে জনগণের মাঝে ৩১ দফার বার্তা আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং এতে এলাকায় নতুন উদ্দীপনা তৈরি হয়েছে।


