দক্ষিণখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তি নিহত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর দক্ষিণখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাগর (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

মঙ্গলবার দিবাগত রাতে তিনি বাসায় ফেরার পথে দক্ষিণ খানে বিদ্যুৎস্পৃষ্ট হন। আহত অবস্থায় তাকে স্থানীয় কে সি হাসপাতালে নিয়ে গেলে মধ্যরাতে তিনি মারা যান।

বুধবার দুপুরে সেখান থেকে লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসাপাতালে পাঠানো হয়।

দক্ষিণখান থানার উপ-পরিদর্শক সুজন হক জানান, সাগর পেশায় ট্রাকের হেলপার। রাতে কাজ শেষে বাসায় ফিরছিলেন তিনি। দক্ষিণখান থানার পাশে একটি বাসার সামনে অরক্ষিত অবস্থায় থাকা বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

আহত অবস্থায় তাকে কেসি হাপসাতালে নিয়ে যাওয়া হলে রাতে সেখানে তিনি মারা যান। তার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।