দক্ষিণখানে মরহুম রশিদ মাতাব্বর স্মৃতি ব্যাটমিন্টন টুর্ণামেন্টের শুভ উদ্ধোধন

রাজধানীর দক্ষিণখানের ৪৭নং ওয়ার্ডে যুব সমাজের খেলাধুলার জন্য আয়োজিত মরহুম রশিদ মাতাব্বর স্মৃতি ব্যাট্মিন্টন টুর্ণামেন্ট ২০২৪-২৫ এর শুভ উদ্ধোধন করেন দক্ষিণখান থানা বিএনপির আহ্বায়ক মোতালেব হোসেন রতন।

এসময় প্রধান অতিথির মন্তব্যে মোতালেব হোসেন রতন বলেন; মাদক থেকে যুব সমাজ দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এসময় তিনি আরও বলেন;

অন্যোন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ইমামুর রশিদ বিল্লাল, দক্ষিনখান থানা যুবদলের আব্দুল আজিজ, মোহাম্মদ শওকত হোসেন, দক্ষিণখান থানা বিএনপির সেলিম ভান্ডারী,উত্তরা পূর্ব থানা বিএনপির জিয়াউর রহমান জিয়াসহ অনেকে।

সার্বিক সহযোগিতায় ছিলেন আবির, মিঠুন, মাসুম, শিমুল, রাসেল, লিটন, অপু, আব্দুল গাফফার, মোহাম্মদ জুয়েল, নাদিম।