দক্ষিণখানে রাজউকের অভিযান: আটটি নির্মাণাধীন ভবনের মিটার জব্দ

রাজধানীর দক্ষিণখান থানার ফায়দাবাদ এলাকায় অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।

মঙ্গলবার (১৩ জুলাই ) সকাল থেকে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন সরকার।

অভিযানকালে ফায়দাবাদ গণকবরস্থান রোডে নির্মাণাধীন আটটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বৈদ্যুতিক মিটার জব্দ করা হয়। এছাড়াও নকশা বহির্ভূত অতিরিক্ত আংশিক ভেঙে ফেলা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন সরকার জানান, “সকাল থেকে নিয়মিত মোবাইল কোর্টের অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়। আটটি ভবনে নকশা বহির্ভূত নির্মাণ পাওয়া গেছে। ফলে, ভবনগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দ করা হয়েছে। স্কাভেটরের মাধ্যমে ভবনের কিছু অংশ ভেঙে ফেলা হয়েছে।”

তিনি আরও বলেন, “ভবন মালিকদের কেউ ঘটনাস্থলে উপস্থিত না থাকায় কোনো আর্থিক জরিমানা আদায় করা সম্ভব হয়নি। তবে ভবনের কাঠামো নকশা অনুযায়ী ঠিক করে পুনরায় রাজউকের চেয়ারম্যান বরাবর আবেদন করলে বিদ্যুৎ মিটার দেওয়া হবে।”

অভিযানে রাজউকের জোন-২/১ এর অথরাইজড অফিসার সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

রাজউকের পক্ষ থেকে জানানো হয়েছে, নগর পরিকল্পনা বাস্তবায়নে নিয়মিত মোবাইল কোর্টের এসব অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

এসময় রাজউক পরিদর্শক যারা ছিলেন, মো: আমিনুল ইসলাম, নাজমুল হোসাইন, রিফাত হোসেন, মেহেদী হাসানসহ বিদ্যুৎ, ওয়াসা, পুলিশের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।