দক্ষিণখানে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে কিশোর মেহেদী খুনের ঘটনায় আটজনকে গ্রেপ্তার

‌নিজস্ব প্র‌তি‌বেদক : রাজধানীর দক্ষিণখান এলাকায় সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে কিশোর মেহেদী খুনের ঘটনায় আটজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার ডিএমপির উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, শনিবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কিশোর মেহেদী খুনের ঘটনায় জড়িত আটজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছুরি ও মোবাইলফোন উদ্ধার করা হয়েছে। আজ বেলা সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। গত ৩১ আগস্ট সন্ধ্যায় দক্ষিণখান এলাকায় সিনিয়র-জুনিয়র দুপক্ষের মুখোমুখি সংঘর্ষে খুন হয় কিশোর মেহেদী (১৭)।