দক্ষিণখান-উত্তরখানে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে রুটি বিস্কুট চানাচুর, কেক, ও অন্যান্য খাবার দ্রব্যদি

অনুসন্ধানী প্রতিবেদন ঃ- রাজধানীর উত্তরা, উত্তরখান, দক্ষিণখান, তুরাগ এর বিভিন্ন জায়গায় অনুসন্ধান করে জানা যায় শখানের মত নামে বেনামে ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরীসহ রয়েছে অনেক কারখানা। যে সকল খাবার মানুষের স্বাস্থের জন্য খুবই ঝুকিপূর্ন। বিভিন্ন কারখানা গুলো ঘুরে জানা যায় ও দেখা যায় শিশু শ্রম সহ কর্মচারীরা হ্যান্ডগ্রাফস ছাড়া খালি গায়ে কাজ করে যাচ্ছে। গায়ের গাম ও হাতের ময়লা বাজার থেকে কেনা কাপড়ের দেওয়া কাঁচা রং ও সুগন্ধি মিশ্রীত খাবার তৈরি করে দেদারছে বিক্রি হচ্ছে দোকানে দোকানে।

কোন ফ্যাক্টরীতে স্বাস্থ্য সুরক্ষর জন্য নেই কোন কেমিষ্ট এ সকল বিষয় যাদের তধারকি করার কথা তারা কেন নিশ্চুপ? আমাদের অনুসন্ধানে বেরিয়ে আসে একটি ব্যবসা প্রতিষ্ঠা করতে গেলে, ট্রেড লাইসেন্স, বিএসটিআই, পরিবেশ, ফায়ার, প্রিমিসেস, স্বাস্থ্য সনদ, কল-কারখানা, ড্রিলিং, টিন সার্টিফিকেট সহ অন্যান্য কাগজপত্র করে ব্যবসা করার কথা থাকলেও কিছু অসাধু ব্যবসায়ী ও কর্মকর্তার যোগসাজসে আমরা ভোক্তারা বিভিন্নভাবে প্রতারিত হয়ে আসছি। এ সকল বিষয় কোন তোয়াক্কা করছে না কোন ফ্যাক্টরী মালিক।

ভিন্ন একটি সূত্র থেকে জানা যায় কিছু অসাধু কর্মকর্তা ক্ষমতার দাপটে তদারকি করে প্রত্যেক ফ্যাক্টরী থেকে প্রতিমাসে মাসোহারা হিসেবে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা। নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক ফ্যাক্টরীর মালিক জানান আমাদের সমিতি আছে। আমাদের সমিতির সভাপতি আওলাদ হোসেন আশা বেকারীর মালিক তাকে প্রতি মাসে ২০০০/= ( দুই হাজার) টাকা করে দিয়ে থাকি। সাংবাদিক, পুলিশ, বিএসটিআই, ভোক্তা অধিকার নিরাপদ খাদ্যসহ সকল দপ্তরে টাকা দিয়ে ম্যানেজ করে রাখার জন্য। ঐ ব্যক্তি আরও জানায় প্রতি মাসে ৬০টা বেকারী থেকে আওলাদ হোসেন সাহেব ২০০০/= ( দুই হাজার) টাকা করে মোট ১,২০,০০০(এক লক্ষ বিশ হাজার) টাকা তোলেন।

তা হলে স্যার আপনারা কি টাকা পান না? আমাদের সংবাদদাতা প্রান্ত পথিক জানান আমি প্রশ্ন করে ছিলাম আপনারা কেন সাংবাদিকদের টাকা দেন নাম প্রকাশ্যের অনিচ্ছুক ব্যক্তি জানান আওলাদ সাহেব সব সাংবাদিককে টাকা দেন আমি তার মোবাইল নাম্বার দিচ্ছি আপনি তাকে ফোন করুন এখনি টাকা পেয়ে যাবেন। আমাদের সংবাদদাতা প্রান্ত পথিক আওলাদ সাহেবের সাথে বার বার চেষ্টা করেও পাওয়া যায়নি। আমাদের জানার খুব ইচ্ছা ছিল কিসের জন্য আওলাদ সাহেব সাংবাদিকদের টাকা দেয় এবং কে এই আওলাদ? আওলাদের বিষয় আমাদের অনুসন্ধান চলছে আমরা সংবাদের শেষ অংশে অস্বাস্থ্যকর পরিবেশে যে সকল বেকারী ও কারখানা গুলোতে খাবার তৈরী হচ্ছে তাদের নাম ও ঠিকানা সহ তালিকা প্রেরণ করেছি।

কমেন্স করুন লাইক দিন আপনার মতামত জানান। আমরা ক্রাইমপেট্রোল বিডি পরিবার অপরাধ,অনিয়ম, দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ এদের বিরুদ্বে সোচ্চার। আপনার সাথে ঘটে যাওয়া যে কোন ঘটনা আমাদের কে জানান। আমরা আছি আপনার পাশে। আমাদের মূল ধারা জানতে ও জানাতে চাই।