দক্ষিণখান থানা পুলিশের ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী আয়োজিত

দক্ষিণখান থানা প্রতিনিধিঃ রাজধানীর দক্ষিণখান থানা আয়োজিত পুলিশের ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১ টায় দক্ষিণখান থানা হল রুমে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয় ।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডিএমপি’র সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মিজানুর রহমান, সভাপতিত্ব করেন দক্ষিণখান থানার অফিসার্স ইনচার্জ তপন চন্দ্র সাহা (পি.পি.এম বার) ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নাজিম উদ্দিন আহমেদ ও বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন বেপারী এবং উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর এর বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এস এম তোফাজ্জল হোসেন, দক্ষিণখান থানা আওয়ামী লীগের সভাপতি এড. আবু হানিফ ও সাধারণ সম্পাদক মাহামুদুজ্জামান মিঠুসহ গণ্য-মান্য ব্যক্তি বর্গ ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, পুলিশের ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে মহানগরের সকল নাগরিককে আইনী সহয়তা দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন,সাধারণ মানুষ ও পুলিশ যাতে একে-অপরের সু-সম্পর্ক বজায় রেখে কাজ জন্য আহবান জানান ।