দক্ষিণখান থানা বিএনপির পূর্ণ দায়িত্ব পেলেন হেলাল তালুকদার

রাজধানীর দক্ষিণখান থানা বিএনপিকে সু-সংগঠিত ও গতিশীল করতে হেলাল তালুকদারকে আহ্বায়ক করা হয়েছে। এর আগে তিনি দক্ষিণখান থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন।

স্থানীয় নেতাকর্মীদের মতে, তার এই দায়িত্বপ্রাপ্তির পেছনে রয়েছে দলের প্রতি আনুগত্য, নেতাকর্মীদের প্রতি ভালোবাসা, সামাজিক কর্মকাণ্ডে স্বীকৃতি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে কাজ করা।

দক্ষিণখান থানার কয়েকজন তরুণ রাজনীতিবিদের ভাষ্য অনুযায়ী, হেলাল তালুকদার একজন সফল ব্যবসায়ী ও তরুণ রাজনীতিবিদ। কিশোর গ্যাং, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে তিনি সবসময় কঠোর অবস্থান নিয়েছেন। স্থানীয় সূত্র জানায়, তার নেতৃত্বে থানা বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করছেন।

এই দায়িত্ব প্রদানের জন্য মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং সদস্য সচিব হাজী মোস্তফা জামানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন স্থানীয় নেতৃবৃন্দ।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন সিনিয়র নেতা বলেন, দলের দুর্দিনে হেলাল তালুকদার ঢাল হয়ে নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন। বিশেষ করে জুলাই-২৪ আন্দোলনে তিনি নেতাকর্মীদের নিয়ে রাজপথে সক্রিয় ভূমিকা রেখেছিলেন। মামলা-হামলায় নির্যাতিত কর্মীদের কাছেও তিনি অভিভাবকের মতো পাশে ছিলেন।

উত্তরার ব্যবসায়ীরা জানান, কর্মীবান্ধব এই নেতার সততা ও সাহসিকতার পুরস্কার হিসেবেই দক্ষিণখান থানা বিএনপির আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছে তাকে।

আজ ২১ সেপ্টেম্বর রবিবার ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম-আহ্বায়ক (দপ্তরের দায়িত্বে) এ বি এম এ রাজ্জাক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমে এ তথ্য জানানো হয়।