
নিজস্ব প্রতিবেদক : বুধবার দুপুরে বিষয়টি জানিয়ছেন র্যাব-১ এর মিডিয়া অফিসার সিনিয়র এএসপি সামিরা সুলতানা। রাজধানীর দক্ষিণখান থেকে মো. ইকবাল হাসান (২৪) ও নূরুল ইসলাম (২৪) নামে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
তিনি জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে তাদের দক্ষিণখান থানা এলাকা থেকে আটক করা হয়। এখনো তাদের জিজ্ঞাসাবাদ চলছে।