খুলনা : খুলনাসহ দক্ষিণাঞ্চলের ১৬ জেলায় জ্বালানি তেল ব্যবসায়ীদের ডাকা সোমবারের ২৪ ঘণ্টার ধর্মঘট স্থগিত করা হয়েছে।
রোববার দুপুরে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) ঢাকাস্থ লিয়াজো অফিসে ব্যবসায়ীদের দুটি সংগঠনের নেতাদের সঙ্গে বিপিসি ও তিন ডিপোর কর্মকর্তাদের বৈঠক শেষে এ কর্মসূচি স্থগিত করা হয়।
ট্যাংক-লরি ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শেখ ফরহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠকে উপস্থিত ছিলেন বিপিসির পরিচালক (বিপণন) আলী রেজা, ব্যবস্থাপক (বিপণন) আবু হানিফ, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল্লাহ আল খালিদ, যমুনার ব্যবস্থাপনা পরিচালক মাসুদুর রহমান, পদ্মার কর্মকর্তা নওশের দাস, বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতির সভাপতি আব্দুল গফ্ফার বিশ্বাস, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ মুরাদ হোসেন, ট্যাংক-লরি ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল, সাধারণ সম্পাদক শেখ ফরহাদ হোসেন প্রমুখ।
এর আগে গত ৬ আগস্ট পেট্রোল পাম্পের নিরাপত্তায় পুলিশের বিশেষ নজরদারি বাড়ানোসহ ১০ দফা দাবিতে বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতি ও ট্যাংক-লরি ওনার্স অ্যাসোসিয়েশনের খুলনা বিভাগের নেতারা সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ধর্মঘটের ডাক দেয়।
এদিকে ধর্মঘটের সমর্থন জানিয়ে খুলনা বিভাগীয় ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়ন ও পদ্মা-মেঘনা-যমুনা ট্যাংক-লরি শ্রমিক কল্যাণ সমিতির নেতা-কর্মীরা রোববার দুপুর ১২টা পর্যন্ত তেল উত্তোলন বন্ধ রেখে বিক্ষোভ সমাবেশ করেন।
খালিশপুরস্থ ট্যাংক-লরি ইউনিয়নের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি মীর মোকছেদ আলী এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক এনাম মুন্সী।
জ্বালানি তেল ব্যবসায়ীরা জানান, খুলনা বিভাগের জ্বালানি তেল ব্যবসায়ীদের ১০ দফা দাবির পরিপ্রেক্ষিতে বিপিসির কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এক মাসের মধ্যে ব্যবসায়ীদের দাবিগুলো মেনে নেওয়ার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হওয়ায় পূর্ব ঘোষিত ধর্মঘট কর্মসূচি স্থগিত করা হয়েছে।