বিনোদন ডেস্ক : ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী অঞ্জলি। অভিনয় ক্যারিয়ারের এক দশক পার করেছেন তিনি। ইতোমধ্যে অনেক জনপ্রিয় সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন এই অভিনেত্রী।
অঞ্জলি তেলেগু ও তামিল ভাষার সিনেমায় বেশি অভিনয় করেছেন। অভিনয় ও শরীরী সৌন্দর্যে মুগ্ধ করেছেন দর্শক হৃদয়। আর তার ক্যারিয়ারের দ্বিতীয় কাত্রাধু থামিজ চলচ্চিত্রে অভিনয় করে জিতে নিয়েছেন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। এছাড়াও তার ঝুলিতে জমা পড়েছে অনেক সম্মাননা।
বর্তমানে তামিল ভাষার ৫টি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন অঞ্জলি। এই অভিনেত্রীকে নিয়ে সাজানো হয়েছে ফটো ফিচার।