দক্ষিণের অভিনেত্রী হিসেবেই পরিচিত অসিন থট্টুমকাল

দক্ষিণের অভিনেত্রী হিসেবেই পরিচিত অসিন থট্টুমকাল। তিনি ২০০১ সালে মালায়াম চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জগতে পদার্পণ করেন। এরপর অবশ্য বিভিন্ন হিন্দি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। তিনি জন্মগ্রহণ করেন ১৯৮৫ সালের ২৬ অক্টোবর। জন্মদিন উপলক্ষে প্রকাশিত হলো অসিনের এ অ্যালবামটি।