দক্ষিণের ঈদযাত্রা বাড়তি চাপ ছাড়াই যাচ্ছে যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক : দুইদিন পর পবিত্র ঈদুল আজহা। দরজায় উৎসবের হাতছানি থাকলেও কোন রকম ঝক্কি ছাড়াই অনেকটা স্বচ্ছন্দে বাড়ি ফিরছেন দক্ষিণাঞ্চলের যাত্রীরা।

যাত্রীদের অতিরিক্ত চাপ না থাকায় স্বাভাবিক নিয়মেই লঞ্চগুলো টার্মিনাল ত্যাগ করছে। এদিকে যাত্রী ভোগান্তি দূর করতে নিয়মিত সার্ভিসের পাশাপাশি বাড়তি লঞ্চ ও স্টিমার যোগ হয়েছে যাত্রী সেবায়।

বিআইডব্লিউটিএ-এর ইন্সপেক্টর সোহেল মিয়া এ বিষয়ে বলেন, ‘ঈদ উপলক্ষ্যে মানুষের ভিড় বাড়লেও অতিরিক্ত চাপ নেই। দক্ষিণাঞ্চলের মানুষ অনেক স্বচ্ছন্দে ঢাকা ত্যাগ করছেন। তবে বিকেলে ও সন্ধ্যায় ভিড় কিছুটা বাড়বে। বুধবার নিয়মিত নৌযানের পাশাপাশি দুই থেকে তিনটি স্পেশাল সার্ভিস ঢাকা ছাড়তে পারে।’

তিনি বলেন, ‘দুপুর দেড়টা পর্যন্ত ২৫টি লঞ্চ সদরঘাট থেকে ছেড়ে গেছে। সকালের দিকে চাঁদপুর ও আশপাশের কিছু গন্তব্যের নৌযানের সংখ্যা বেশি ছিল। মঙ্গলবার ছোট-বড় ১০০-এর বেশি নৌযান ঢাকা ত্যাগ করলেও বুধবার এর সংখ্যা কমতে পারে। সকালের দিকে ঢাকা-বরিশাল রুটে ডে-সার্ভিস গ্রিনলাইন ও দেশান্তর ছেড়ে গেছে। তবে বৃহস্পতিবার ও শুক্রবার সবচেয়ে বেশি ভিড় হবে।

বিআইডব্লিটিএ সূত্র জানায়, এবার ঈদুল আজহায় ঢাকা-বরিশালসহ দক্ষিণাঞ্চলের ২৮টি নৌরুটে সরাসরি দিন ও রাত্রিকালীন সার্ভিস মিলিয়ে ২২টি লঞ্চের পাশাপাশি ঈদের বিশেষ সার্ভিসে আরো ২৪ থেকে ২৬টি লঞ্চ ঢাকা-বরিশাল রুটে সরাসরি যাতায়াত করবে। তবে বিশেষ লঞ্চগুলো অতিরিক্ত যাত্রীদের চাহিদা বিবেচনা করে চলাচল করবে।

লঞ্চের পাশাপাশি অতিরিক্ত সার্ভিস দেওয়ার জন্য সরকারি ব্যবস্থাপনায় ৬টি স্টিমারের ব্যবস্থা করা হয়েছে। এগুলো হলো পিএস টার্ন, এমভি মধুমতি, পিএস মাহসুদ, এমভি বাঙ্গালী, পিএস অস্ট্রিচ ও পিএস লেপচা। প্রথমবারের মতো বহরে রাত্রিকালীন সার্ভিসে যুক্ত হয়েছে অ্যাডভেঞ্চার-১ ও সুন্দরবন-১১ লঞ্চ।

চাঁদপুরে বাড়ি যাচ্ছেন লঞ্চযাত্রী রাজীব। তিনি বলেন, ‘একদিন আগে ছুটি ম্যানেজ করে একটু স্বচ্ছন্দে বাড়ি যাচ্ছি। অতিরিক্ত ভিড় নেই। বেশ ভাল লাগছে। আমি চাই সবাই যাতে নিরাপদে ও স্বচ্ছন্দে বাড়ি যেতে পারে। দোয়া করবেন।’

ঈদের সময় ছোট-বড় মিলিয়ে প্রতিদিন লঞ্চগুলো ১০০ থেকে ১৩৫টি ট্রিপ দিয়ে থাকে। যাত্রীসেবায় বন্দরের দ্বিতীয় তলায় বিশাল একটি যাত্রী বিশ্রামাগার তৈরি করেছে বিআইডব্লিটিএ কর্তৃপক্ষ। রয়েছে নিরাপত্তার জন্য ৩০টির মতো সিসি ক্যামেরা। সার্বক্ষণিক পুলিশ, র্যা ব, আনসার ও কর্মীরা নিয়োজিত আছেন। তাছাড়া বিআইডব্লিউটিএ, জেলা প্রশাসন ও নৌপরিবহন অধিদফতরের চার জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করছে।