
দক্ষিণ আফ্রিকায় বসবাসকারী বাংলাদেশি ব্যবসায়ী সাঈদুল হককে (৩২) তৃতীয় বারের চেষ্টায় তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে অস্ত্রের মুখে অপহরণ করেছে দুর্বৃত্তরা।
সোমবার (৫ এপ্রিল) সকালে জোহানসবার্গের রেন্ডফন্টিনে নিজ দোকান থেকে তাকে অপহরণ করা হয়।
এর আগে ২৯ ও ৩০ মার্চ তাকে দুইবার ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার পথে অপহরণের চেষ্টা করা হয়। সেসময় তিনি দৌঁড়ে পালিয়ে বাঁচেন।
ওই সময় সাঈদুল হক তাকে তুলে নেয়ার চেষ্টার ঘটনায় স্থানীয় ক্রুগারডর্প পুলিশ স্টেশনে মামলা দায়ের করেছিলেন। ইতোমধ্যে সেই মামলার তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এছাড়া ওই ঘটনার পর সাইদুল দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়াস্থ বাংলাদেশ দূতাবাসে হাইকমিশনার বরাবর লিখিতভাবে বিষয়টি জানিয়ে নিজের জীবনের নিরাপত্তা চেয়েছিলেন।
২৯ ও ৩০ মার্চের তুলে নেয়ার চেষ্টার ঘটনায় সাইদুল হকের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বলেছিলেন, ‘দুই দিনে দুইবার আমাকে তুলে নেয়ার চেষ্টা করেছে কৃষ্ণাঙ্গ যুবকদের দল। আমি দীর্ঘ এগারো বছর প্রবাস জীবনে কারও সঙ্গে রাজনৈতিক বা টাকা-পয়সা নিয়ে ঝামেলা তো দূরের কথা কারও সঙ্গে কথা কাটাকাটিও হয়নি। বুঝতে পারছি না কারা আমার সাথে এমনটা করতে পারে। ঘটনার পর মামলা দায়ের করেছি।’
সাঈদুল হককে অপহরণের ঘটনায় দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগের সভাপতি ডা. লুৎফর রহমান রূপন সবার সহযোগিতা চেয়ে বলেন, ‘এই যদি অবস্থা হয় তাহলে এখানে আমাদের নিরাপত্তা কোথায়? বাংলাদেশিদের নিরাপত্তা কোথায়?’
তিনি হতাশা ব্যক্ত করে বলেন, ‘স্থানীয় পুলিশের সাথে যোগাযোগ হয়েছে। দক্ষিণ আফ্রিকায় বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশি ভাইবোনকে তাকে উদ্ধারের ব্যাপারে নিজ নিজ সংস্থা, সংগঠন ও ব্যক্তিগতভাবে সহযোগিতার আহ্বান করছি। এ ব্যাপারে বাংলাদেশ সরকারের বিশেষ করে পররাষ্ট্র ও প্রবাসী মন্ত্রণালয়ের বিশেষ সহযোগিতা প্রার্থনা করছি।’